Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘলা দিনে, আগুন জ্বলে


৮ ডিসেম্বর ২০১৭ ১০:১২

 

মাকসুদা আজীজ

অ্যাসিস্ট্যান্ট এডিটর

আকাশের কী অবস্থা? কী প্রশ্ন শুনেই মেজাজ চড়ে গেলো তো? অগ্রহায়ণ মাসের আজ ২৪ তারিখ, আর এই হলো আকাশের অবস্থা! কই ফ্যান বন্ধ করে  বিদ্যুৎবিল বাঁচানো যাবে তা না উল্টো বাতিও জ্বালিয়ে কাজ করতে হচ্ছে।

শীতের খবর নেই তার উপর এই নিম্নচাপের ভ্যাজাল। সকালে ৬টা ২৮ এ সূর্যটা উঠেছে এই মেঘের ভিতরে।  আকাশে মেঘ, কুয়াশাছন্ন পরিবেশেও  গরমের অনুভুতি। এত অত্যাচার যদি কম না মনে হয় তার জন্য বাতাসের আর্দ্রতাও থাকছে ৭৮% থেকে ৫৬% এর মাঝামাঝি। ওদিকে পূর্বাভাস বলছে, বৃষ্টিরও  সম্ভবনা আছে ঢাকায়।  নেমে পড়লে টুকটাক চলবে  দুইদিন । যারা  দেশের দক্ষিণের জেলায় ভ্রমণে যাবেন তারাও সাবধান  কারণ ওইসব  এলাকায় বৃষ্টি  শুরু হয়েছে সকাল থেকেই ।

 

দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস তবে অনুভূত হবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মতো। এদিকে সর্বনিম্ন থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত বছরের আবহাওয়া বিবেচনা করলে দেখা যায় এবার ভালোই অবস্থা, সেবার তো সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাবারে, শীত গতবছর কই ছিল তাহলে?

যেহেতু আজ শুক্রবার দিন যেমন তেমনে কেটেই যাবে। কোথাও যাওয়ার থাকলে ছাতা নিতে পারেন, কখন বর্ষা হয় শীতের মধ্যে শুধু শুধু ভিজে কাজ কী? বিশেষ করে যারা জুম্মা পড়তে যাবেন তারা খুব করে সাবধান, আগে ভাগে চলে যাওয়ার চেষ্টা করবেন যেন ভেতরে জায়গা পাওয়া যায়। আর যদি একেবারেই দেরি হয়ে যায়, শীতের কাপড় আর ছাতা নিয়ে যেতে পারেন। একটা তোয়ালেও নিতে পারেন। যেহেতু অনেকক্ষণ বসে থাকতে হবে, ভেজা মুছে ফেললে আর ঠাণ্ডা লাগার ভয় থাকবে না।

এতসব বলছি, কারণ পূর্বাভাস বলছে বৃষ্টিটা দুপুরেই নামতে পারে।

বিজ্ঞাপন

যদি ঘরের বাইরে বের হওয়ার কোনো পরিকল্পনা না থাকে তাহলে আজ ঘরের কোনো কোণ গুছিয়ে ফেলতে পারেন। রান্নার কোনো নতুন আইটেমও বানানোর চেষ্টা করতে পারেন। আর কিছু না হোক, গায়ে সওয়া যায় এমন গরম পানিতে লবণ ও সাবান দিয়ে পা ভিজেয়ে পায়ের মরা চামড়া ঘষে ঘষে তুলতে পারেন। সারাটা সপ্তাহ পায়ে অনেক আরাম পাবেন।

সূর্যের ডোবার সময় আজ বিকাল ৫টা ১২ তে। তবে মেঘের জন্যে সূর্যকে আজ বুঝি দেখাই যাবে না।

চাঁদের কৃষ্ণপক্ষও প্রায় মাঝামাঝি চলে এসেছে। এখন চাঁদের সময় টময় জেনে কাজ একটাই তারা দেখার সময় বের করা।

রাত দশটার আগে চাঁদমুখ দেখাই যাবে না। এদিকে চাঁদ ডুবতে বেলা সাড়ে ১১টা লাগাবে। তবে এগুলো জেনে আসলে আজ হবেটা কী আকাশে যে মেঘ? লেপের তলায় গিয়ে বরং ঘুমিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ!

দুপুরের পরে ২ ঘণ্টার মতো বৃষ্টি হবে। তবে ঝড়ো বাতাস সারাদিনই মোটামুটি ভোগাবে। এমন দিনে নিজেকে নিরাপদে রাখুন ছোট বাচ্চাদের নিরাপদে রাখুন।

শুভ হোক আপনার শুক্রবার।

সারাবাংলা/এমএ/জেডএফ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর