শারজাহ্ বিমানবন্দরে নারী ড্রাইভারদের জন্য পিংক পার্কিং
১২ আগস্ট ২০১৮ ১৩:০১
রোকেয়া সরণি ডেস্ক।।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ্ বিমানবন্দরে নারীদের জন্য গাড়ি পার্কিংয়ের স্থান নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরে কর্মরত নারী, নারীযাত্রী ও টিকেট কিনতে আসা নারীরা সেখানে পার্কিয়ের সুবিধা পাবেন।
যাত্রী সুবিধা বাড়ানো, নারীদের গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ এবং সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মানসম্মত গাড়ি পার্কিংয়ের জায়গার অভাবে নারীরা সমস্যায় পড়েন। এই বিষয়টি বিবেচনায় রেখে বিমানবন্দর কর্তৃপক্ষ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছেন। পার্কিংয়ের স্থানটি গোলাপী রঙে চিহ্নিত করা হয়েছে। এজন্য একে বলা হচ্ছে ‘পিঙ্ক পার্কিং’। বিমানবন্দরে আসা সব নারীই এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা পাবেন।
সারাবাংলা/টিসি/ এসএস