যুক্তরাষ্ট্রে গাড়ি চালানোয় তিন নারীকে গুলি, ১ জন গ্রেফতার
২৫ আগস্ট ২০১৮ ১৫:৩৯
রোকেয়া সরণি ডেস্ক।।
নারী কেন গাড়ি চালাবে- এটি মেনে নিতে না পারায় যুক্তরাষ্ট্রে অন্তত তিনজন নারীর ওপর বন্দুক নিয়ে হামলঅ করেছে এক ব্যাক্তি। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ফক্স নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নিকোলাস ডি অ্যাগোসটিনো(২৯) গাড়ি চালানোর ‘অপরাধে’ অন্তত তিনজন নারী চালককে গুলি করে। গত বৃহষ্পতিবার তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়েছে।
জিজ্ঞাসাবাদে নিকোলাস স্বীকার করেছে যে সে নারীদের চালক হিসেবে নয়, গাড়ির পেছনে যাত্রী হিসেবে দেখতে চায়। এ কারণে সে নারীচালকদের ওপর হামলা করেছে বলে জানা যায়।
ফস্ক নিউজের তথ্য অনুযায়ী, নিকোলাসের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল গত মার্চে। একজন নারী তার গাড়িটি গ্যাস স্টেশনে পার্কিং করেছিলেন। এ সময় নিকোলাস বন্দুক চালালে তার ডান হাতে গুলি লাগে। ওই নারীর দায়ের করা মামলায় নিকোলাসের দেড় মাসের জেল হয়। তবে এরপর আরও দুজন নারীচালককে সে গুলিবিদ্ধ করে।
সারাবাংলা/টিসি/ এসএস