Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসায় গর্ভপাতের পিল খাওয়ার অনুমতি পেল বৃটিশ নারীরা


২৬ আগস্ট ২০১৮ ১২:৫৮

রোকেয়া সরণি ডেস্ক।।

 গর্ভপাতের সিদ্ধান্ত একান্তই নারীর- এই ভাবনা থেকে বৃটিশ নারীদের গর্ভপাতের পিল বাসায় রাখার বৈধতা দেয়া হয়েছে। গর্ভপাতের জন্য এখন আর হাসপাতালে না গেলেও হবে। গত শনিবার প্রথমবারের মত গর্ভপাতের বিষয়ে নারীকে স্বাধীনতা দিয়ে এই ঘোষণা দেয় বৃটিশ সরকার।

সরকারের দেওয়া ঘোষণা অনুযায়ী, নারীরা যেন পরিবারিক আবহে গর্ভপাতের সিদ্ধান্ত নিতে পারে এ কারণে তাদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া গর্ভপাতের জন্য দুইবার আসতে হয় হাসপাতালে, যা কষ্টকর। তবে কোন নারী চাইলে দ্বিতীয় পিল হাসপাতালে এসে খেতে পারবেন।

এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে জানানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারিভাবে ক্যাম্পেইন চালানো হচ্ছে। রয়াল মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিভাগের প্রধান ডা. রেসলে রিগান বলেন, গর্ভবর্তীর শারীরিক অবস্থা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে গর্ভপাতের সিদ্ধান্ত এখন পুরোপুরি নারীর।

 

সারাবাংলা/টিসি/ এসএস

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর