Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উৎসবে যৌন হয়রানির শিকার যুক্তরাজ্যের নারীরাও


২৭ আগস্ট ২০১৮ ১২:৩৩

রোকেয়া সরণি ডেস্ক।।

নারীরা ভয়শূন্য মনে উৎসব পার্বণে অংশ নিতে পারবে- এটি সবার চাওয়া। কিন্তু পরিস্থিতি তো ভিন্ন। প্রতিদিনের চলাফেরায় নারীর যেমন নিরাপত্তা নেই, তেমনি উৎসব অনুষ্ঠানেও নারী লাঞ্ছিত হয়। আমাদের দেশে পহেলা বৈশাখের মত সর্বজনীন অনুষ্ঠানেও নারী যৌন হয়রানির শিকার হয়। শুধু এদেশেই না, বিশ্বের অন্যান্য দেশেও উৎসব অনুষ্ঠানে যৌন হয়রানির শিকার হচ্ছে মেয়েরা।  যুক্তরাজ্যে ডারহাম বিশ্ববিদ্যালয়ের এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক জরিপটির ফলাফল বলছে, যুক্তরাজ্যের যেকোন সঙ্গীত উৎসবে অন্তত ৪০ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হয়। আর  প্রতি ১০ জন নারীর মধ্যে ৭ জনই তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকে।

২৫৮ জনের মতামতের ওপর ভিত্তি করে জরিপটি করা হয়। জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশই ছিলেন নারী, যাদের বয়স ৩০ এর বেশি। ফলাফলে দেখা গেছে, শতকরা ৬৫ শতাংশ বৃটিশ নারী অনুষ্ঠানে যৌন হয়রানির শিকার হয়েছে।

ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান নিউজ ভুক্তভোগী কয়েকজন নারীর সাক্ষাৎকার নেয়। যৌন হয়রানির অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে একজন বলেন, একটি উৎসবে তিনি যৌন হয়রানির শিকার হয়েছিলেন। তার মত অধিকাংশ নারী জীবনে একাধিকবার এ ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন।

উৎসবে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্যের মানুষ। এ বছর দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় উৎসব অনুষ্ঠানে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে।

 

সারবাংলা/টিসি/ এসএস

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর