নারীরাই বেশি ভালো গাড়ি চালায়!
২৯ আগস্ট ২০১৮ ১৫:১২
রোকেয়া সরণি ডেস্ক।।
ইউরোপের দেশগুলোর অংশগ্রহণে করা সাম্প্রতিক একটি গবেষণার ফলাফলে দেখা গেছে, মেয়েরা ছেলেদের তুলনায় গাড়ি ভালো চালায়। তাছাড়া মেয়েরা গাড়ি চালালে দুর্ঘটনা কম হয়। মেয়েরা দক্ষ চালক হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে গাড়ির বীমায় মেয়েদের এখন কম টাকা দিতে হয়। সম্প্রতি ইউরোপের দেশগুলোতে মেয়েদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে।
আগে একটি ভুল ধারণা ছিল যে, মেয়েরা ভালো গাড়ি চালাতে পারে না। কিন্তু সম্প্রতি এই গবেষণার ফলাফল মেয়েদের সম্পর্কে এই ধারণাকে ভুল প্রমাণ করেছে।
মেয়েদের এই দক্ষতার কারণে মোটরগাড়ির বীমার ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের তাই কম টাকা দিতে হবে। এখন ইউরোপে মোটরগাড়ির বীমার জন্য মেয়েদের ৯২ ইউরো পরিশোধ করতে হবে, যা ছেলেদের তুলনায় অনেক কম।
সারাবাংলা/টিসি/ এসএস