Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী পুরুষ এক টেবিলে খেতে পারবেন না ইন্দোনেশিয়ার আচেহতে


৭ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৮

রোকেয়া সরণি ডেস্ক।।

ইন্দোনেশিয়ার অন্যতম মুসলিম অধ্যুষিত আচেহ প্রদেশে এখন থেকে ক্যাফে কিংবা রেষ্টুরেন্টে অনাত্মীয় নারী ও পুরুষ এক টেবিলে বসে খেতে পারবেনা। নতুন বিধান অনুযায়ী শুধুমাত্র স্বামী স্ত্রী ও নিকট আত্মীয় হলেই তবে নারী ও পুরুষ এক টেবিলে বসে খেতে পারবে।

গত বুধবার ৫ সেপ্টেম্বর স্থানীয় আচেহ প্রদেশের শরিয়া অফিস থেকে সংবাদমাধ্যম এএফপিকে এই তথ্য জানানো হয়। শরিয়া অফিসের এক সূত্র জানিয়েছে, মেয়েদের মর্যাদা রক্ষা করতেই এই নিয়মটি চালু করা হয়েছে। তারা আরও জানিয়েছে এই আইনের ফলে নারীরা আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে, সংযত জীবনযাপন করবে এবং ইসলামি আইনকানুন অনুসরণ করবে।

সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠির এই প্রদেশে মেয়েদের ইসলামিক আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলতে হয়। তিন বছর আগেও আচেহতে মেয়েদের জন্য আরেকটি নিয়ম চালু করা হয়েছিল। রাত ১১ টার পর কোন মেয়ে একা ক্যাফে কিংবা রেস্টুরেন্টে যেতে পারবে না ও খেলাধুলায় অংশ নিতে পারবে না।

 

সারাবাংলা/টিসি/আরএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর