Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় যৌন নিপীড়নবিরোধী ক্যাম্পেইন


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোকেয়া সরণি ডেস্ক।। 

যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকায় যৌন নিপীড়নবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত ৩ সেপ্টেম্বর যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোটের উদ্যোগে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মিরপুরের ঢাকা মডেল ডিগ্রী কলেজ ও মোহাম্মদপুরের আলী হোসেন উচ্চ বিদ্যালয়- এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘জাগো মানুষ, জাগো বহ্নিশিখা’ নামে এই ক্যাম্পেইনটি শুরু হয়। এতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
শুধু ঢাকাতেই নয়, ময়মনসিংহ বিভাগের প্রায় ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন চালিয়েছে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট। এই বিভাগের অন্তর্ভূক্ত কিছু স্কুলে এখনও ক্যাম্পেইন চলছে।

বিজ্ঞাপন

যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট ২০১৫ সাল থেকে সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে নিপীড়নবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। এই জোটের উদ্যোগে নারী নিপীড়নবিরোধী সেল গঠন করা হয়েছে। যে মেয়েরা যৌন নিপীড়নের শিকার হয়েছেন তারা এই সেলের মাধ্যমে আইনি সহযোগিতা পাচ্ছেন।

 

সারাবাংলা/ টিসি/ এসএস

                                  

 

 

 

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর