Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌন হয়রানির দায়ে আবারো অভিযুক্ত সাবেক আইপিসিসি প্রধান


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোকেয়া সরণি ডেস্ক।।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি প্যানেলের (আইপিসিসি) সাবেক চেয়ারম্যান রাজেন্দ্র পাচৌরির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন তার একজন নারী সহকর্মী। গত শুক্রবার দিল্লির আদালত ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, তার সহকর্মী গুরুত্বপূর্ণ প্রমাণসহ পাচৌরির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন। এর আগেও পাচৌরির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে এবং সেসময় তিনি পদত্যাগ করেন।

অভিযোগকারী নারী জানান, ১৬ মাস হলো পাচৌরির সাথে এনার্জি ও রিসোর্স প্রতিষ্ঠানে (টেরি) কাজ করছেন তিনি। পাচৌরি তাকে সেসময় আপত্তিকর মেসেজ ও ইমেইল পাঠিয়েছেন এবং অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ করেন সেই নারী।

বিজ্ঞাপন

টেরি প্রতিষ্ঠানের ৫০ জন কর্মকর্তা জানিয়েছে, অভিযোগটি সঠিক ও যৌক্তিক। এরপর ঘটনাটি তদন্তের জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। পাচৌরি এই তদন্তকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। পাচৌরির দাবি, তার মেইল ও ফোন হ্যাক করা হয়েছিল।

অভিযোগকারী নারী বলেন, অনেকদিন পরে হলেও ঘটনাটির তদন্ত হচ্ছে বলে আমার ভাল লাগছে। তবে আমার নাম গণমাধ্যমে প্রকাশ করতে চাই না।

উল্লেখ্য ২০১৫ সালে যৌন হয়রানির আরেকটি অভিযোগ মাথায় নিয়ে আইপিসিসি থেকে পদত্যাগ করেছিলেন রাজেন্দ্র পাচৌরি।

 

 

সারাবাংলা/ টিসি/ এসএস

যৌন হয়রানি রাজেন্দ্র পাচৌরি