Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মি টু আন্দোলন নিয়ে মন্তব্যে ব্যাপক সমালোচিত শন পেন


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১১:৪৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোকেয়া সরণি ডেস্ক।।

হ্যাশট্যাগ মি টু আন্দোলন নারী ও পুরুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে- এমন বক্তব্য দিয়ে তুমুল সমোলোচনার মুখে পড়েছেন আমেরিকান অভিনেতা শন পেন।

এনবিসি টুডে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সারাবিশ্বে সাদা ও কালোদের মধ্যে যেমন বিভাজন আছে, তেমনি এই আন্দোলনও ছেলে ও মেয়েদের আলাদা করেছে। এই ধরনের মন্তব্যের পর সমালোচিত হচ্ছেন তিনি।

গত সোমবার দেয়া এই সাক্ষাৎকার অনুষ্ঠানে শন পেন অভিনীত নতুন টিভি সিরিজ ‘দ্য ফার্ষ্ট’ নিয়ে আলোচনা হচ্ছিল, যেখানে তিনজন নারী মহাকাশচারীর গল্প আছে। এ সময় শেনের সহশিল্পী নাতাশচা ম্যাকেলহোন বলেন, হ্যাশ ট্যাগ মি টু দ্য ফার্স্ট- এ করা তার চরিত্রটিকে প্রভাবিত ও উজ্জীবিত করেছে। কিন্তু শন পেন তার সাথে একমত হননি।

বিজ্ঞাপন

শন পেন বলেন, হ্যাশট্যাগ মি টু আন্দোলন কাউকে প্রভাবিত করতে পারে না। যদিও এই আন্দোলনের কারণে নারীর ক্ষমতায়ন বেড়েছে এবং পুরুষের কাছে নারীর মর্যাদা স্বীকৃতি পেয়েছে। তারপরও হ্যাশট্যাগ টু মি আন্দোলন ছেলে ও মেয়েদের বিভাজিত করেছে। যৌন হয়রানির বিরুদ্ধে গড়ে ওঠা এই আন্দোলন নারী, পুরুষের মধ্যে এমন বিভাজন সৃষ্টি করেছে যাকে সাদা ও কালোর সাথে তুলনা করা যায়।

এই বক্তব্যের পরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন অভিনেতা শন পেন।

 

সারাবাংলা/

 

 

মি টু শেন পেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর