সৌদি আরবে প্রথম রাতের সংবাদ পড়লেন নারী সাংবাদিক
২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০৩
রোকেয়া সরণি।।
সৌদি আরবের সরকারি টেলিভিশন চ্যানেলে প্রথমবারের মতো রাতের সংবাদ পাঠ করেছেন একজন নারী সাংবাদিক। গত বৃহস্পতিবার একজন পুরুষ সহকর্মীর সাথে চ্যানেল ওয়ানের রাতের সংবাদ বুলেটিন পড়েছেন উইয়াম আল দাখিল নামের ওই সংবাদকর্মী।
চ্যানেলটির টুইটারে দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৬ সালে দেশটির প্রথম সংবাদ পাঠিকা জুমানাহ আলসামি সংবাদ পাঠ করেছিলেন। তবে সেটি ছিল সকালবেলার সংবাদ। কিন্তু উইয়াম আল দাখিল এই প্রথম রাতের সংবাদ পাঠ করেছেন।
সৌদি আরবের মতো রক্ষণশীল রাষ্ট্রে একজন নারী সংবাদকর্মীর রাতের সংবাদ পাঠের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
চলতি বছরেই সৌদি টেলিভিশন চ্যানেল ওয়ানে কাজ শুরু করেন উইয়াম আল দাখিল। এর আগে তিনি সিএনবিসি সংবাদমাধ্যমে কাজ করতেন।
থমসন রয়টার্স ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, পাঁচটি দেশ মেয়েদের জন্য অনিরাপদ, এর মধ্যে সৌদি আরব একটি। সৌদি আরবে মেয়েদের অর্থনৈতিক সুযোগ সুবিধার অভাব রয়েছে, পলিসি মেকিংয়ে নারীর অংশগ্রহনের হার অত্যন্ত সীমিত এবং ঘরে নারী নির্যাতনের হারও বেশি।
সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার ‘ভিশন ২০৩০’ অর্জনের লক্ষ্যে নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন। সৌদি আরবের মেয়েরা এখন গাড়ি চালানো, স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পেয়েছে।
সারাবাংলা/ টিসি/ এসএস