Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ বছর বয়সে ঘটে যাওয়া ধর্ষণের কথা জানালেন পদ্মলক্ষ্মী


২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩৬ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪১

রোকেয়া সরণি ডেস্ক।।

এবার নিজের জীবনে ঘটে যাওয়া যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন আমেরিকান অভিনেত্রী ও মডেল পদ্মলক্ষ্মী। ধর্ষণের শিকার হওয়ার ৩২ বছর পর তিনি এ নিয়ে কথা বলেন। ১৬ বছর বয়সে ধর্ষণের শিকার হলেও কেন এতদিন বিষয়টি গোপন রেখেছেন তা নিয়ে নিবন্ধ লিখেছেন তিনি। সম্প্রতি নিউইয়র্ক টাইমসে তার এই লেখাটি প্রকাশিত হয়েছে।

এতে  পদ্মলক্ষ্মী জানান, তার প্রেমিক তাকে ধর্ষণ করেছিল। এই ঘটনার পর তার মনে হতে শুরু করে যে, তারেই ভুলের কারণে এটা ঘটেছে। তখন থেকেই তিনি বুঝতে পারেন কেন মেয়েরা যৌন হয়রানির শিকার হলে তা প্রকাশ করতে পারে না।

সম্প্রতি আমেরিকায় দুই নারীর যৌন হয়রানির অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। ওই দুই নারী কেন এতদিন অভিযোগ না করে চুপ থেকেছেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। এই প্রসঙ্গেই পদ্মলক্ষ্মী নিজের জীবনের কথা লেখেন। তিনি বলেন, কেন মেয়েরা ধর্ষণের শিকার হলেও মুখ খুলতে পারে না, তা আমি নিজেকে দিয়েই বুঝি।

পদ্মলক্ষ্মীর এই মন্তব্যকে অনেকেই স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার এই লেখাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

 

সারাবাংলা/ টিসি/ এসএস

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর