রোকেয়া সরণি ডেস্ক।।
ভারতে শুরু হওয়া মিটু আন্দোলনে একের পর এক বেরিয়ে আসা বড় বড় নামের তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের নাম। এখন পর্যন্ত ১৪ জন নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে তার বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগকে মিথ্যা, সাজানো ও নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণদিত বলে এক বিবৃতিতে জানিয়েছেন আকবর। এসব অভিযোগের কারণে তিনি পদত্যাগ করবেন না বলেও জানিয়ে দিয়েছেন। বরং অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করবেন বলে একই বিবৃতিতে জানান তিনি।
অভিযোগকারীর বিরুদ্ধে মামলা করলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাংবাদিক থেকে রাজনৈতিক বনে যাওয়া আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন তারই সাবেক সহকর্মীরা। মূলত অল্প বয়সী ও চাকরিতে নতুন আসা নারীরাই তার হয়রানির শিকার হত। দ্য টেলিগ্রাফ এবং এশিয়ান এজে কাজ করার সময় চাকরির ইন্টারভিউ নিতে তিনি হোটেল রুমে মেয়েদের ডাকতেন বলে কেউ কেউ অভিযোগ করেছেন। আবার কেউ কেউ বলেছেন, তার অফিসের দরজা বন্ধ করে নারীদের হয়রানি করতেন আকবর।
সারাবাংলা/আরএফ / এসএস