যৌন হয়রানি বেড়েছে টুইটারে
১৯ ডিসেম্বর ২০১৮ ১৫:২১
রোকেয়া সরণি ডেস্ক।।
টুইটারে নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছে বেশি। সামাজিক অন্যান্য মাধ্যমেও নারীর প্রতি যৌন হয়রানি অনেক বেড়ে গেছে। আবার কালো মেয়েরা অনলাইনে যৌন হয়রানির শিকার হয় বেশি। গত মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেওয়া একটি জরিপের ফলাফলে এসব তথ্য উঠে আসে।
অনলাইনে মেয়েদের যৌন হয়রানি নিয়ে এই গবেষণাটি করা হয়। এতে অন্তত ১১ লাখ মেয়ে তাদের জীবনে ঘটে যাওয়া যৌন হয়রানির কথা লিখে টুইট করে। এই মেয়েদের অনেকে শারীরিকভাবে আবার অনেকে ভাষার মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়েছে।
এই গবেষণায় দেখা যায়, বর্ণবাদী মনোভাবের কারণে কালো মেয়েরাই অনলাইনে যৌন হয়রানির শিকার হয় বেশি। হেনস্থাকারীরা কালো মেয়েদের উদ্দেশ্য করে অনলাইনে নানা কটুক্তি করে। এজন্য ফর্সা মেয়েদের তুলনায় কালো মেয়েদের যৌন হয়রানি হার শতকরা ৮৪ ভাগ বেশি বলে গবেষণার ফলাফলে উঠে আসে।
তবে আমনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক মিলেনা মারিন জানান, টুইটারে নারী যৌন হয়রানির বিষয়টি আগে গোপন থাকলেও এখন এটা নিয়ে অনেকেই সোচ্চার হয়েছে। ফলে প্রান্তিক নারীরাও এখন কথা বলার সাহস পাচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কিছু মেয়ের অভিজ্ঞতার আলোকে ২০১৭ সালে এই গবেষণার জরিপ করা হয়।
সারাবাংলা/টিসি/এসএস