Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি পাসেও কৃষি মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

সারাবাংলা ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৮

প্রতীকী ছবি।

ঢাকা: ১২ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ২৬ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কৃষি মন্ত্রণালয়

১. পদের নাম: সরেজমিনে তদন্তকারী
পদসংখ্যা: ৪টি
বেতনস্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি, কৃষি অর্থনীতি, গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে

২. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার
পদসংখ্যা: ৭টি
বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে; কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে; সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে; কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে; এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বিজ্ঞাপন

৩. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪টি
বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে; কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে; সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে।

৪. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২টি
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে; কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে; এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৫. পদের নাম: ক্যাশ সরকার
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৮টি
বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে)। তবে, ২ ও ৪ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় ক্লিক করে কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২-৪ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৫-৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ২৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে ব্র্যাক
৫ ডিসেম্বর ২০২৫ ১৭:২৩

আরো

সম্পর্কিত খবর