ধোঁয়া উড়া গরম গরম চিতই পিঠার সাথে ঝাল ঝাল শুটকি ভর্তা— আহা! মুখে দিলেই যেন সেই স্বাদ নগরবাসীকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে গ্রামে, সেই মাটির ঘ্রাণ আর গ্রামের সন্ধ্যার আনন্দের দেশে। ঢাকার রাস্তাঘাট এখন এই গন্ধে ভরে উঠেছে। নারকেল আর গুড়ের ভাপা পিঠা, চিতুই পিঠার সাথে নানারকম ভর্তা— তেলে ভাজা গরম গরম ফুলকো ফুলকো তেলে পিঠা […]
২৬ নভেম্বর ২০২৫ ১৭:০৩