মেয়েটি চুপচাপ বসে ছিল। চোখ দুটো সামনে তাকানো, কিন্তু সেই তাকানোর ভেতর কোনো দৃশ্য নেই— শুধু শূন্যতা। তবু তার আঙুল দুটো ছিল অদ্ভুত রকম ব্যস্ত। ছোট ছোট উঁচু দাগের ওপর দিয়ে নিঃশব্দে ছুটে চলেছে। মনে হচ্ছিল, সে যেন চোখ দিয়ে নয়— আঙুল দিয়েই পড়ছে পৃথিবী। আমি পাশে বসে নোটবুক খুললাম। সাংবাদিক পরিচয় দিতেই মেয়েটি হালকা […]
৪ জানুয়ারি ২০২৬ ১৮:০৩