শান্তশিষ্ট শীত
২৩ ডিসেম্বর ২০১৭ ১২:৪৬
সারাবাংলা ডেস্ক
বাংলা মাসের ক্যালেন্ডারে পৌষ মাসের ৯ তারিখ। এই যান্ত্রিক শহরের মানুষের সাথে শীত এখন কিছুটা বোঝাপড়া করেই নিয়েছে। শীত এখন তত ভোগায় না, যতটা ভোগায় শহরতলী বা গ্রাম্য মানুষদের।
তাই তো আজ রাতে শীতের তীব্রতা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, আর ১৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। তবে খুব বেশি কুয়াশা বা শীতের তীব্রতার সম্ভাবনা আজ আর নেই। নদী অববাহিকা এলাকায় অবশ্য মাঝারী থেকে
ঘন কুয়াশা পড়তে পারে। তবে রাজধানীতে রাতের আকাশ একদম ঝকঝকে থাকবে।
লেপ মুড়ি দিয়ে আজ কিছুক্ষণ ঘুমাতে পারেন। সুয্যিমামার দেখা মিলবে ৬ টা ৩৭ মিনিটে তার উপর আজ শনিবার। কাল থেকে অবশ্য এই সুখ থাকছে না। আজ সন্ধ্যেটাও একটু জলদি হবে ৫টা ৭ মিনিটে।
আকাশ মেঘলা থাকার কোনো সম্ভাবনা নেই। আজকের আকাশ একদম মেঘমুক্ত। সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা সূর্যের নরম তাপ পাওয়া যাবে। রাতের আকাশে থাকবে পরিষ্কার চাঁদ।
তবে আমরা চাঁদ দেখতে পাবো মাত্র দুই ঘণ্টা। চাঁদ ডুববে রাত ৯ টা ৩৮ মিনিটে।
দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা একটু বেশি। আর দক্ষিণাঞ্চলে হওয়া সত্ত্বেও খুলনায় সারাদেশের তুলনায় একটু বেশি বেশি শীত পড়ছে। দেশের সর্বনিম্ন শীতের তীব্রতা যশোরে ১২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ২৯ ডিগ্রি সেলসিয়াস।
ছবি কৃতজ্ঞতা- আবদুল মোমিন
সারাবাংলা/আরসি/এমএ