Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজারে এসেছে হিজাবি বার্বি


১ জুলাই ২০১৮ ১১:২৩

বিচিত্রা ডেস্ক

এবার বাজারে এসেছে হিজাবি বার্বি। আমেরিকার হিজাবি অলিম্পিয়ান ইবতিহাজ মুহাম্মদের সম্মানেই এই নতুন হিজাবি ডল বাজারে ছেড়েছে বার্বি কর্তৃপক্ষ।

নিউইয়র্কে গ্ল্যামার্স উইম্যান অব দ্য ইয়ার সামিটে এই পুতুলের উন্মোচন হয়। প্রতিবছর বার্বির পক্ষ থেকেই এই আয়োজন করা হয়। এ বছর খেতাবটি জয় করেছেন ইবতিহাজ মুহাম্মদ। তরবারি খেলায় (ফেন্সিং) পারদর্শী ইবতিহাজ অলিম্পিক আয়োজনে প্রথম নারী হিসেবে হিজাব পরে অংশ নেন।

হিজাবি বার্বির উন্মোচন করে ইবতিহাজ বলেন, খুব ভালো লাগছে এই ভেবে যে এখন ছোট ছোট শিশুদের যাদের হিজাব পছন্দ তারা এই পুতুল নিয়ে খেলতে পারবে।

এটা আমার জন্য অনেকটা শিশুবেলার স্বপ্ন পূরণের মতো, বলেন ইবতিয়াজ।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর