Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটা বেতনে এআই কর্মীর খোঁজে মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৯ জুন ২০২৫ ১৬:২৪

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের জন্য, মোটা অঙ্কের বেতনে কর্মী সন্ধানে নেমেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে বলা হয়েছে, এআই কর্মীদের ‘সুপার ইনটেলিজেন্স’ নামের নতুন গবেষণাগারে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন মার্ক জাকারবার্গ।

ইতিমধ্যে অনেককে ১০ কোটি ডলার পর্যন্ত বেতন দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। শুধু তা–ই নয়, সেরা এআই–গবেষক ও নির্মাতাদের কাছে নিজেই ই–মেইল বা হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে মোটা অঙ্কের বেতনে কাজে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন মার্ক জাকারবার্গ।

এরই মধ্যে যেসব এআই–গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তা সাম্প্রতিক বছরগুলোতে সেরা উদ্ভাবনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অনেকের সঙ্গেই যোগাযোগ করছেন জাকারবার্গ। মেটার মানবসম্পদ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ‘রিক্রুটিং পার্টি’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন নিয়োগসংক্রান্ত বিষয়ে আলোচনা করছেন জাকারবার্গ।

বিজ্ঞাপন

আরো জানা গেছে, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ নিজেই পুরো বিষয়টি তদারকি করছেন। কোনো প্রার্থীকে নির্বাচনের পর তিনিই প্রথম বার্তা পাঠাচ্ছেন। সেসঙ্গে সেই ব্যক্তির কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে নিজ বাসভবনের পাশাপাশি মেটা কার্যালয়ে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

সারাবাংলা/এনএল/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর