Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াটসঅ্যাপের নতুন সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২ জুলাই ২০২৫ ০৭:৫৯

তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান নয়, জরুরি গুরুত্বপূর্ণ ফাইল আদান-প্রদান, জরুরি মিটিংয়ের জন্য জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। তাই ব্যবহারকারীদের জন্য নতুন নতুন সেবা যুক্ত করে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

সম্প্রতি ফোনের ক্যামেরা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপে সরাসরি নথিপত্র স্ক্যান করার সুবিধা যুক্ত হয়েছে।

ইতিমধ্যেই ‘স্ক্যান ডকুমেন্ট’ নামে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট শেয়ারিং মেনুতে যুক্ত হয়েছে।

এই ফিচারের সুবিধা _

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফিজিক্যাল ডকুমেন্টগুলো সরাসরি স্ক্যান করে তাৎক্ষণিকভাবে পাঠাতে পারবেন। কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন পড়বে না। তবে এই ফিচার এবার কেবল অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য। কারণ কয়েক মাস আগেই আইওএস ইউজাররা এটি ব্যবহার করার সুযোগ পেয়েছেন।

বিজ্ঞাপন

যারা পাবে এই সুবিধা _

অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বিটা ব্যবহারকারীরা, যারা ২.২৫.১৮.২৯ ভার্সন ব্যবহার করেন তারা এই সুবিধা পাবেন। ব্যবহারকারীরা এর মধ্যেই চমকে গিয়েছেন ওই ফিচার পেয়ে। তবে পরবর্তী সময়ে আরো সাম্প্রতিক আপডেটের ক্ষেত্রেই এখনো পরীক্ষামূলকভাবে ওই ফিচার মিলছে। অনেকেই জানিয়েছেন, গুগল প্লে স্টোর থেকে একেবারে নতুন ভার্সন ডাউনলোড করে তারা ওই ফিচার ব্যবহার করতে পারছেন।

এই নতুন ফিচারের সুবিধা পেতে করণীয় _

এই নতুন ফিচারের সুবিধা পেতে ‘অ্যাটাচমেন্ট’ মেনুতে যেতে হবে। সেখানেই রয়েছে ওই ‘স্ক্যান ডকুমেন্ট’ ফিচারটি। ‘ব্রাউজ ডকুমেন্ট’ ও ‘চুজ ফ্রম গ্যালারি’র অপশন অবশ্য আগে থেকেই ছিল। এই নতুন ফিচারে ট্যাপ করলেই অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা ক্যামেরা খুলে যাবে। আর সেখান থেকে সরাসরি নথিপত্র স্ক্যান করা যাবে।

এই ফিচারের সুবিধা _

এখানে দুইরকম অপশন রয়েছে। ম্যানুয়াল ও অটো। নাম থেকেই পরিষ্কার, প্রথমটির ক্ষেত্রে ইউজাররা নিজেদের ইচ্ছেমতো স্ন্যাপ নেওয়ার সময় বেছে নিতে পারবেন। অন্যদিকে দ্বিতীয় অপশনে হোয়াটসঅ্যাপই ডকুমেন্ট ঠিকঠাক চিহ্নিত করে নিজেই স্ক্যান করবে। ছবি তোলার পর দ্রুত সেই ইমেজ প্রসেস করে পিডিএফ ফরম্যাটও বানিয়ে দেবে সে নিজেই।

সারাবাংলা/এনএল/এএসজি

হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের নতুন সুবিধা