Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকের নতুন ‘ক্লাউড প্রসেসিং’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২ জুলাই ২০২৫ ০৮:২৩

সম্প্রতি ‘ক্লাউড প্রসেসিং’ নামে নতুন সুবিধা চালু করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

মেটার তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্লাউড প্রসেসিং সুবিধাটি ব্যবহারকারীদের সৃজনশীল পরামর্শ পেতে সাহায্য করবে। সুবিধাটির মাধ্যমে সহজেই ছবি দিয়ে স্বয়ংক্রিয় কোলাজ তৈরির পাশাপাশি জন্মদিন বা অন্য কোনো উপলক্ষে থিমভিত্তিক সাজেশনে এআইভিত্তিক ফিল্টার ব্যবহার করতে পারবেন।

তবে নতুন এই সুবিধা ঘিরে ব্যবহারকারীদের মধ্যে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার শঙ্কা তৈরি হয়েছে। ‘ক্লাউড প্রসেসিং’ নামের এই সুবিধা চালু করলে ফেসবুক ব্যবহারকারীদের স্মার্টফোনে থাকা সব ছবি স্ক্যানের পর মেটার ক্লাউড সার্ভারে আপলোড করে মেটা এআই।

বিজ্ঞাপন

সম্প্রতি অনেকেই অভিযোগ করেছেন, ফেসবুকে স্টোরি আপলোড করতে গিয়ে তারা একটি পপআপ বার্তা দেখতে পান। সেখানে ক্লাউড প্রসেসিং চালুর অনুরোধ জানানো হয়। এতে সম্মতি দিলে ব্যবহারকারীদের ফোনে থাকা ছবি স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করে মেটার ক্লাউডে সংরক্ষণ হয়ে যায়।

মেটা জানিয়েছে, ক্লাউড প্রসেসিং সুবিধাটি ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় বন্ধ করতে পারবেন। সুবিধাটি বন্ধের পর ক্লাউডে আপলোড হওয়া ছবিগুলো ৩০ দিনের মধ্যে মুছে ফেলা হবে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্মার্টফোনে থাকা সব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা হলে সেটি ব্যবহারকারীদের গোপনীয়তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সারাবাংলা/এনএল/এএসজি

ক্লাউড প্রসেসিং ফেসবুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর