Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মার্টফোনেই ডিএসএলআরের মতো ছবি তুলে দেবে যেসব অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২ জুলাই ২০২৫ ১৬:২৩

বর্তমান সময়ে এমন সব প্রযুক্তি আসছে যা আমাদের যেকোনো কাজকে করে দিচ্ছে অনেক বেশি সহজ। যেমন আমাদের হাতে থাকা এই স্মার্টফোনটিতে প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা ধরণের সুবিধা। যা আমাদের দৈনন্দিন জীবনকে অনেক বেশি সহজ করে দিচ্ছে। আমাদের অনেকের শখ প্রতিনিয়ত ছবি তুলে সোশ্যাল সাইটে আপলোড করা। যাদের স্মার্টফোনটিতে তোলা ছবিটা যদি সুন্দর না হয়, বা হাতে খুব দামী স্মার্টফোন না থাকে তাদের জন্যও আছে খুব সুন্দর ও সহজ সমাধান। বর্তমানে স্মার্টফোনের জন্য বেশকিছু অ্যাপ আছে, যেসব অ্যাপগুলোতে এডিটিং সুবিধা এমন যা ব্যবহার করে দারুন ছবি তুলতে পারেন।

আজ জানবো ভালো ছবি তোলে এমন কয়েকটি অ্যাপের বিষয়ে …

বিজ্ঞাপন

ওল্ডরোল

ঝকঝকে সুন্দর ছবি তোলার জন্য বেশ কার্যকর অ্যাপ ওল্ডরোল। ব্যবহারকারী চাইলে বিভিন্ন ডিভাইসের ফটোগ্রাফি ইন্টারফেস এখানে ব্যবহার করতে পারবে। এ অ্যাপটির অন্যতম সুবিধা হলো হোয়াইট ব্যালান্স নিয়ন্ত্রণ। এ ছাড়া ফ্ল্যাশ চালু বা বন্ধের অপশন রয়েছে।

ক্যামেরা জুম এফএক্স প্রিমিয়াম

বিনা মূল্যে নয় অল্প কিছু টাকার বিনিময় মিলবে এই অ্যাপটি। পেশাদারদের জন্য খুবই উপযোগী এই অ্যাপটি। এটিতে মিলবে বিভিন্ন ধরনের অত্যাধুনিক ফিল্টার্স এবং ইফেক্টস। চাইলে নিজের মতোও ফিল্টার ইফেক্টস বানিয়ে নিতে পারেন অথবা আগে থাকতে সেট করে রাখা ইফেক্টসও ব্যবহার করতে পারেন।

১৯৯৮ ক্যাম

পুরোনো দিনের মতো ছবি তুলতে চাইলে ১৯৯৮ ক্যাম সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এতে বিভিন্ন ফিল্টার নির্বাচনের পাশাপাশি গ্রিড লাইন ও ফ্রেম নির্বাচন করা যাবে।

রেট্রোক্যাম

আকর্ষণীয় বেশ কিছু ফিল্টার ব্যবহারের সুবিধা থাকা রেট্রোক্যাম অনেকের পছন্দের অ্যাপ। এর সহায়তায় মোবাইলে তোলা ছবি ও মিররলেস ক্যামেরা থেকে আনা জেপিইজিতে যেকোনো ফিল্টার ব্যবহার করা যায়। এ ছাড়া অ্যাপটির মাধ্যমে যেকোনো ছবির উজ্জ্বলতা, কনট্রাস্ট, ভাইব্রেন্স, হাইলাইটস, স্যাচুরেশন ও টেম্পারেচার এডিট করা যায়।

ক্যামেরা৩৬০

এই অ্যাপ সঙ্গে থাকলে আপনি অনায়াসে দারুন সব ছবি তুলতে পারেন। বিভিন্ন ধরনের ইফেক্ট, ফিল্টার, ক্লাউড সেবাসহ দারুন সব ফিচার সমৃদ্ধ চমৎকার একটি অ্যাপ। বিনা মূল্যেই মিলবে এই অ্যাপটি। বিশ্বব্যাপী ৫০ কোটির বেশি ব্যবহারকারী নিয়মিত এই অ্যাপটি ব্যবহার করেন।

ডেজক্যাম

ভালো ছবি তোলার জন্য আরেকটি সুপরিচিত অ্যাপ ডেজক্যাম। ছবি তোলার পর এর রঙ ও অন্যান্য বিষয় পরিবর্তনে একাধিক ফিল্টার ব্যবহারের সুযোগ রয়েছে এতে। এ অ্যাপের মাধ্যমে ছবিতে তারিখসহ কিছু বিষয় যুক্ত করা যাবে। অ্যাপটির ফ্রি ভার্সনে ব্যবহারকারীরা পাঁচটি ছবি সম্পাদনা করতে পারবেন। আর আনলিমিটেড সুবিধা পাওয়ার জন্য বছরে ১৯ দশমিক ৯৯ ডলার ব্যয়ে সাবস্ক্রিপশন নিতে হবে।

প্রোক্যাম

যারা ছবি তোলার পর এডিট করতে চান তাদের জন্য এ অ্যাপ বেশ সহায়ক হতে পারে। এই অ্যাপের মাধ্যমে আরএডব্লিউ, টিআইএফএফ ফরম্যাটে ছবি তোলা যাবে। ব্যবহারকারীরা আইএসও সেটিংস পরিবর্তন করতে পারবেন। কম বা বেশি আলো নিয়ন্ত্রণ ফিচারও রয়েছে অ্যাপটিতে।

সাইমেরা

বিনা মূল্যের এই অ্যাপটি সঙ্গে থাকলে আপনাকে আর পায় কে! আপনার তোলা ছবি দেখেও সকলে প্রশংসা করবে। বিশেষ করে সেলফির ক্ষেত্রে খুবই কার্যকরী সাইমেরা অ্যাপটি। এতেও আছে অত্যাধুনিক ফিল্টার এবং ইফেক্টস।

সারাবাংলা/এনএল/এএসজি

অ্যাপ ডিএসএলআর স্মার্টফোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর