Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াটসঅ্যাপ হ্যাক হলে করণীয়!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩ জুলাই ২০২৫ ০৮:০৬ | আপডেট: ৩ জুলাই ২০২৫ ০৮:১৩

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হলো হোয়াটসঅ্যাপ। কেননা এতে রয়েছে অসংখ্য ফিচার এবং সুবিধা। গুরুত্বপূর্ণ এই অ্যাপটিকে সুরক্ষিত রাখাও বেশ কঠিন কাজ। কারণ অ্যাকাউন্ট হ্যাক থেকে শুরু করে অনলাইন প্রতারণা অনেক বেড়ে গেছে।

কিন্তু জরুরি এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হটাৎ হ্যাক হলে কী করবেন? হ্যাকার থেকে বাঁচার উপায়ই বা কি? আসুন জেনে নেই সেইসব উপায়-

অনেকেই হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপের পরিবর্তে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। মেটা বলছে, এই ধরণের থার্ড পার্টি অ্যাপগুলোর মাধ্যমে আপনার ব্যক্তিগত ডাটা ফাঁস হয়ে যেতে পারে! এতে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি তৈরি হয়

বিজ্ঞাপন

টু-ফ্যাক্টর ভ্যারিফিকেশন চালু করুন

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হলো টু-ফ্যাক্টর ভ্যারিফিকেশন। এটি আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী একটি ফিচার। এক্ষেত্রে, যখন আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করবেন, তখন একটি বিশেষ কোডের মাধ্যমে দ্বিতীয় স্তরের যাচাইকরণ করা হবে, যা শুধুমাত্র আপনার হাতে থাকবে। এটি আপনার অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ ঠেকাবে।

কীভাবে অ্যাকাউন্ট রেজিস্টার করবেন

নতুন ডিভাইসে হোয়াটসঅ্যাপ রেজিস্টার করতে হলে ৬ সংখ্যার যাচাইকরণ কোড পাবেন কল বা এসএমএসে। কোডটি সুরক্ষিত রাখতে সতর্ক থাকুন। অন্য কেউ এটি জানলে অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে।

টাচ আইডি, ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট লক

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলে তাদের অ্যাকাউন্ট বা অ্যাপ্লিকেশনটি আইফোনে টাচ আইডি এবং ফেস আইডির মাধ্যমে ও অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট লকের মাধ্যমে সুরক্ষিত রাখতে পারবেন।

ডিসঅ্যাপেয়ারিং মেসেজ

এই ফিচারটি অন থাকলে নির্দিষ্ট সময় পর কোনো চ্যাট বা সব চ্যাট স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়। সেন্ডার বা রিসিভার উভয়েই এই ফিচারটি ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিনের পর এটি আর দেখতে পাবেন না। ফলে তথ্য বেহাত হওয়ার সুযোগ কম থাকে।

ভিউ ওয়ান্স

এই ভিউ ওয়ান্স ফিচারটি কোনো ফটো ও ভিডিও, রিসিভার একবার দেখার পর স্বয়ংক্রিয়ভাবে ডিলিট করার সুযোগ দিয়ে থাকে। ফলে ব্যবহারকারী আরও গোপনীয়তা পাবেন।

অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপ্টেড ব্যাকআপ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আই ক্লাউড বা গুগল ড্রাইভে তাদের চ্যাট ব্যাকআপগুলো সুরক্ষিত করতে একটি অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন সিকিউরিটি যুক্ত করতে পারেন। এ ক্ষেত্রে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপ্টেড ব্যাকআপ ক্লাউডে মেসেজ এবং মিডিয়া সেভ করা হয়। ফলে এটি একটি এনক্রিপশন দিয়ে সুরক্ষিত থাকে।

গ্রুপ প্রাইভেসি সেটিংস

হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিং ও গ্রুপ ইনভাইট সিস্টেম, কোনো গ্রুপে মেম্বারদের জয়েন হওয়া বা জয়েন করানোর বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। এর ফলে একদিকে যেমন যে কেউ কোনো ব্যক্তিগত গ্রুপে জয়েন করতে পারে না, তেমনি কাউকে না চাইলে গ্রুপে জয়েন করানো যায় না।

অ্যাডমিন কন্ট্রোল

এটি আদতে গ্রুপ সেটিং, যা অ্যাডমিনদের নিয়ন্ত্রণ থাকে। এর ফলে সেটিং পরিবর্তন করা ও গ্রুপে কে মেসেজ পাঠাতে পারবে তা নির্ধারণ করা যাবে। ফলে অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকবে।

হোয়াটসঅ্যাপ হ্যাক হলে যা করবেন

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায়, তবে দ্রুত ডি-রেজিস্টার করুন। এটি করলে মেটা আপনার অ্যাকাউন্টটি সব ডিভাইস থেকে লগআউট করে দেবে এবং হ্যাকারদের অ্যাক্সেস বন্ধ হবে। এই রকম সহজ উপায়গুলো আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিতকরা সম্ভব।

সারাবাংলা/এনএল/এএসজি

হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হ্যাক