আমরা ছবি তুলতে কমবেশি সবাই খুব পছন্দ করি। তবে সবসময় সব জায়গায় ডিএসএলআর নিয়ে যাওয়া সম্ভব হয় না। তবে ডিএসএলআর না থাকলেও আপনার হাতে থাকা ছোট্ট স্মার্টফোনের মাধ্যমে সহজেই তোলা যায় ঝকঝকে দারুন সব ছবি। কারণ বর্তমান আধুনিক স্মার্টফোনগুলোতে যুক্ত হয়েছে উন্নত সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং ম্যানুয়াল নিয়ন্ত্রণের সুবিধা। এসব প্রযুক্তির সঠিক ব্যবহার ও কিছু কার্যকর কৌশল অবলম্বন করলে আপনার স্মার্টফোনের ছবি হবে ডিএসএলআরের মতো।
আসুন জেনে নেই স্মার্টফোনে ডিএসএলআরের মতো ছবি তোলার উপায় _
ক্যামেরা অ্যাপ
স্মার্টফোনের ক্যামেরা অ্যাপে অনেক অপশন থাকে। বিভিন্ন শুটিং মোডের সঙ্গেই সেটিংস বদল করার অপশন পাবেন। প্যানোরামা, টাইম ল্যাপস, ম্যানুয়াল মোডগুলোর সঠিক ব্যবহার করতে পারলে দারুণ ছবি ও ভিডিও রেকর্ড করা সম্ভব। এছাড়াও ভালো ছবি তুলতে নজর দিতে হবে ফোকাস ও এক্সপোজারে। বেশিরভাগ ক্যামেরা অ্যাপে ডিসপ্লের উপরে ট্যাপ করলে ছবির সেই অংশ ফোকাসে চলে আসে।
প্রো মোড ব্যবহার করুন
স্মার্টফোনের ‘প্রো’ বা ‘ম্যানুয়াল’ মোড ব্যবহার করে আলোর পরিমাণ, গতি ও রঙের ভারসাম্য নিজের মতো নিয়ন্ত্রণ করা যায়। ছবি তোলার আগে আইএসও, শাটার স্পিড, হোয়াইট ব্যালান্স ও ম্যানুয়াল ফোকাস ঠিক করে নিলে কাঙ্ক্ষিত আবহ সহজেই তৈরি করা সম্ভব।
বোকেহ ইফেক্ট
ডিএসএলআরের মতো ঝাপসা পটভূমি ও স্পষ্ট বিষয়বস্তু-এটাই বোকেহ ইফেক্ট। স্মার্টফোনের পোর্ট্রেট মোড ব্যবহার করলেই এ ধরনের ফোকাসড ছবি তোলা যায়। এতে এআই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে বিষয় ও পেছনের ব্যাকগ্রাউন্ড শনাক্ত করে প্রয়োজনীয় গভীরতা তৈরি করে।
সিন ডিটেকশন সুবিধা চালু রাখা
স্মার্টফোনে থাকা ‘সিন ডিটেকশন’ বা দৃশ্য শনাক্তকরণ প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে বুঝে নেয় আপনি কী ধরনের ছবি তুলতে যাচ্ছেন-খাবার, প্রকৃতি, রাত, সূর্যাস্ত কিংবা পোষা প্রাণী। সে অনুযায়ী নিজে থেকেই রং, উজ্জ্বলতা ও কনট্রাস্ট সামঞ্জস্য করে নেয় ক্যামেরা।
সঠিক আলোর ব্যবহার
ছবির সৌন্দর্য অনেকটাই নির্ভর করে আলোর ওপর। দিনের শুরু ও শেষের দিকে সূর্যের আলো হয় নরম ও উষ্ণ, যা ফটোগ্রাফির জন্য আদর্শ। তাই সম্ভব হলে প্রাকৃতিক আলোতে ছবি তুলুন। কারণ অতিরিক্ত ফ্ল্যাশ ব্যবহারে ছবির রঙ বিকৃত হতে পারে এবং মুখের স্কিনটোনও কৃত্রিম লাগতে পারে।
ফোকাস ঠিক করুন
স্মার্টফোনে যেখানে ট্যাপ করবেন, ক্যামেরা সেখানেই ফোকাস করে। তাই ছবি তোলার আগে সঠিক জায়গায় ফোকাস নিশ্চিত করুন।
লেন্স পরিষ্কার রাখুন
ছবি তোলার সময় আমরা খেমছের দিকে খেয়াল রাখি না। অনেক সময় লেন্সে ধুলা, তেল বা আঙুলের ছাপ পড়ে থাকে, যা ছবিকে ঝাপসা করে দিতে পারে। তাই ছবি তোলার আগে, একটি নরম কাপড় দিয়ে লেন্স নেয়া জরুরি।