Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যদি আজ আপনি হঠাৎ অদৃশ্য হয়ে যান?

ফারহানা নীলা
৪ জুলাই ২০২৫ ০৯:৪২

ভাবুন তো, আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আয়নায় আপনার প্রতিচ্ছবি নেই! আপনার গায়ের ছায়াও নেই, কেউ আপনাকে ডাকছে, কিন্তু আপনি নেই! চমকে উঠবেন তো? নাকি মনে মনে একটু খুশিই হবেন— ‘যাক, আজকের সব দায়িত্ব থেকে মুক্তি!’

হ্যাঁ, ৪ জুলাই বিশ্বে ‘Invisible Day’ বা ‘অদৃশ্য দিবস’ হিসেবে মজার ছলে পালিত হয়। কোনো সরকারি স্বীকৃতি নেই, তবু কল্পনাপ্রিয় মানুষদের জন্য এ এক ভীষণ মজার উপলক্ষ।

কেমন হতো যদি আপনি একদিন অদৃশ্য হতেন?

অফিসে ঢুকে চুপিচুপি বসের ডেস্কে রাখা বিস্কুট খেয়ে ফেললেন, কেউ কিছু টের পেল না!
রাস্তায় যানজটে দাঁড়িয়ে নেই, কারণ আপনি তো গাড়িতে চড়েননি—অদৃশ্য বলে হেঁটে পার হয়ে গেলেন!
ফেসবুকে স্ট্যাটাস দিলেন: ‘Feeling invisible today’ — কিন্তু কেউ লাইকও দিল না, কারণ আপনি তো সত্যিই অদৃশ্য!

বিজ্ঞাপন

Invisible Day কবে থেকে শুরু হলো?

অফিশিয়ালি এই দিবসটির নির্ভরযোগ্য সূচনা তারিখ পাওয়া যায় না। এটি কোনো রাষ্ট্রীয় বা জাতিসংঘ স্বীকৃত দিবস নয়। মূলত এটি ইন্টারনেট জেনারেটেড ফান ডে বা ‘মজার দিবস’ ক্যাটাগরির মধ্যে পড়ে, যেটি বিভিন্ন অনলাইন ক্যালেন্ডার ওয়েবসাইট যেমন- National Today, Days of the Year ইত্যাদিতে ৪ জুলাই তারিখে তালিকাভুক্ত।

সম্ভবত এটি ২০০০-এর দশকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার উত্থানের পরে চালু হয়—যেখানে মানুষ মজা করে বা প্রতীকী অর্থে নিজেদের ‘অদৃশ্য’ ঘোষণা করে।

কেন শুরু হলো?

এই দিবসের পেছনে রয়েছে দুটি ধারা—

১. মজার কল্পনা ও ‘হিউমার’ থিমে:
কল্পবিজ্ঞান ও সিনেমার দুনিয়ায় অদৃশ্য হওয়ার আইডিয়াটা বরাবরই জনপ্রিয় ‘হারি পটার’-এর invisibility cloak, The Invisible Man, এমনকি সায়েন্স ফিকশন মুভি-সিরিজেও অদৃশ্যতা এক বিশেষ শক্তি হিসেবে দেখা হয়। তবে ‘Invisible Day’ শুরু হয়েছে মূলত এই ধারণাকে বাস্তব জীবনে মজার ছলে প্রয়োগের চিন্তা থেকে— ‘আমি যদি একদিন অদৃশ্য হতাম, কী করতাম?’

২. প্রতীকী প্রতিবাদ ও আত্ম-অনুধ্যানের ভাবনা:
আরও গভীরভাবে দেখলে, এই দিবসটি কিছু মানসিক ও সামাজিক বাস্তবতাও তুলে ধরে। যেমন-

যারা সমাজে বা পরিবারে অবহেলিত, তাদের অনুভব হয় ‘আমি যেন নেই!’
সোশ্যাল মিডিয়ায় কেউ ইনভিজিবল হয়ে যায়— কারও পোস্টে কেউ লাইক বা কমেন্ট করে না, সে নিজেকে গুরুত্বহীন ভাবে।
একা থাকা বা নিজেকে সময় দেওয়া— এটাও একধরনের ‘ইচ্ছাকৃত অদৃশ্যতা’।

বাস্তবে ‘অদৃশ্য’ থাকার মানে কী?

‘অদৃশ্য’ থাকা মানে এখানে আসলেই গায়েব হয়ে যাওয়া নয়—
বরং এটি মানসিকভাবে বা দৈনন্দিন জীবনে কিছু সময়ের জন্য নিজেকে—
ব্যস্ততা থেকে দূরে রাখা,
সোশ্যাল মিডিয়া/চ্যাট থেকে নিজেকে গুটিয়ে নেওয়া,
নিজেকে নিজে সময় দেওয়া।

কে কিভাবে পালন করে দিনটি?

‘Invisible Day’-এর মূল ভাবনাই হলো ‘অদৃশ্যের আনন্দ’।
বিশ্বজুড়ে মজার মজার কনটেন্ট তৈরি হয় এই থিমে—

কেউ ইনস্টাগ্রামে নিজের ছবিতে শুধু ছায়া রেখে পোস্ট করে
কেউ গল্প লেখে, ‘আমি যদি একদিন অদৃশ্য হতাম’
আবার কেউ কেউ দিনভর কারও সঙ্গে কথা না বলে ‘নিজেকে অদৃশ্য’ রাখে— এটাকে এক ধরনের ডিজিটাল ডিটক্সও বলা যায়!

কিছু কার্যকর ‘অদৃশ্যতা কৌশল’

১. ডিজিটাল ডিটক্স করুন – ফোন বন্ধ, স্ক্রিন অফ, কিছু সময় অফলাইনে থাকুন।
২. ‘নো রিপ্লাই’ পলিসি – সবার মেসেজ বা ফোনের উত্তর না দিয়ে নিজের মনে থাকুন।
৩. নিঃশব্দে কোথাও হাঁটতে বেরিয়ে পড়ুন – কেউ চিনবেও না, খুঁজবেও না।
৪. চুপ করে পর্যবেক্ষক হন – গ্রুপে কথা না বলে শুনুন, জানুন কে কীভাবে প্রকাশ করে নিজেকে।
৫. নিজের সঙ্গে সময় কাটান – ডায়েরি লেখা, বই পড়া, চুপচাপ চা খাওয়া।

অদৃশ্যতার পেছনে লুকিয়ে থাকা বাস্তব চিন্তা

এই মজার দিবসটি এক ধরনের প্রতীকী বার্তাও দেয়— আমরা অনেকেই জীবনের কোন না কোন পর্যায়ে ‘অদৃশ্য’ হয়ে পড়ি।
কারও কণ্ঠ শোনা যায় না পরিবারে,
কারও মতামতের জায়গা নেই কর্মস্থলে,
আবার অনেকেই চুপচাপ থেকে যান বন্ধুদের আড্ডায়।

তাই মাঝে মাঝে ‘অদৃশ্য দিবস’ মানুষকে মনে করিয়ে দেয়— যাদের আমরা দেখি না, তারাও আসলে আছে এবং গুরুত্ববহ।

‘Invisible Day’ আসলে আমাদের কী শেখায়?

কখনও কখনও অদৃশ্য থাকাও একধরনের শক্তি।
নিজের দিকে মনোযোগ দেওয়ার জন্য বাইরের কোলাহল থেকে ‘গায়েব’ হওয়া দরকার।
‘চোখের আড়াল, কিন্তু মনে থেকে যাওয়া’— এই কথাটার মতোই কিছু মানুষ, কিছু অনুভব হয়তো সরাসরি চোখে পড়ে না, তবু তারা থাকে।

আজকের চ্যালেঞ্জ

আপনি কি পারবেন এক ঘণ্টা ‘অদৃশ্য’ থাকতে?
ফোন বন্ধ, সোশ্যাল মিডিয়া অফ, কথা বলা বন্ধ—আপনি শুধু নিজের সঙ্গে একা থাকবেন।
দেখবেন, এই ছোট্ট ‘অদৃশ্য সময়’-টাই আপনাকে নতুন কিছু ভাবতে, দেখতে ও অনুভব করতে সাহায্য করবে।

‘Sometimes, being invisible is the best way to see everything.’

শুভ Invisible Day!
আজ নিজেকে একটু গায়েব করে দেখুন না, কেমন লাগে!

সারাবাংলা/এফএন/এএসজি

Invisible Day অদৃশ্য দিবস