Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ দিবস; কল্পনার খরগোশ, টুপি ও চায়ের দাওয়াত!

ফারহানা নীলা
৪ জুলাই ২০২৫ ১০:৩০

৪ জুলাই— এই দিনটিকে ঘিরে একটি চমকপ্রদ ও কল্পনাময় দিবস পালিত হয়? হ্যাঁ, আজ Alice in Wonderland Day! সেই অ্যালিস, যে খরগোশের গর্তে পড়ে গিয়ে ঢুকে পড়েছিল এক আজব দুনিয়ায়— টকিং ক্যাট, পাগল হ্যাটার, তাসের রানি আর সময়ের সঙ্গে লুকোচুরি খেলা!

১৮৬৫ সালের ৪ জুলাই লুইস ক্যারল নামের এক অদ্ভুত কল্পনার কারিগর প্রকাশ করেছিলেন তার বিখ্যাত বই Alice’s Adventures in Wonderland— যা শিশু-কিশোর থেকে বড়রাও এখনও পড়েন মুগ্ধ হয়ে।

কী হয় এই দিনে?

বিশ্বজুড়ে বইপ্রেমী ও ফ্যানেরা এই দিনটিকে উদযাপন করেন বিভিন্নভাবে—

ছোটরা সেজে ওঠে অ্যালিস বা ম্যাড হ্যাটার সেজে।
থিম পার্টি হয়, যেখানে থাকে ‘Tea with the Mad Hatter’!
লাইব্রেরি ও স্কুলে হয় বই পাঠের আয়োজন।
অনেকে সোশ্যাল মিডিয়ায় নিজের ‘Wonderland’ লুক বা উক্তি শেয়ার করেন।

বিজ্ঞাপন

কল্পনার রাজ্য কেন এখনো এত জনপ্রিয়?

‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ শুধু একটা শিশুতোষ গল্প নয়—এটা সময়ের সীমা ছাড়িয়ে কল্পনার এক স্বাধীনতা। এখানকার প্রতিটি চরিত্র যেন বাস্তব জীবনের রূপক। যেমন-

Mad Hatter: নিয়মবহির্ভূত চিন্তা
Cheshire Cat: রহস্যময় উপস্থিতি
Queen of Hearts: ক্ষমতার প্রতিচ্ছবি

আজকের দিনটা কাটুক একটু ‘Wonderland’ মেজাজে _

চিন্তা করুন, আজ যদি আপনি হঠাৎ খরগোশের গর্তে পড়ে যান, কেমন হবে? অথবা পাগল হ্যাটার আপনাকে চায়ের দাওয়াত দেয়!
হয়তো আজকে একটু নিজের কল্পনাকে উসকে দিন—পড়ুন বইটা, দেখুন সিনেমাটা বা লিখে ফেলুন নিজের একখানা ‘Wonderland’ গল্প!

“We’re all mad here” — Cheshire Cat

আজকের দিনটাও তাই একটু পাগলামী, একটু খেয়ালী হোক! শুভ ‘Alice in Wonderland Day’!

সারাবাংলা/এফএন/এএসজি

'অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড' দিবস কল্পনার খরগোশ টুপি ও চায়ের দাওয়াত!