Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশাল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের দিকে মাইক্রোসফট

‎তথ্যপ্রযুক্তি ডেক্স
৪ জুলাই ২০২৫ ১৩:০৬

‎চলতি বছরে আরও এক দফা বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এর আগে চলতি বছরে ৬ হাজার কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। এবারে আরও কয়েক হাজার কর্মী চাকরি হারাতে যাচ্ছেন।

‎প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে, যা কোম্পানির মোট কর্মীর প্রায় ৪ শতাংশ। অন্যদিকে এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে কোম্পানিটি।

‎মাইক্রোসফটের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা চলমান বাজার পরিস্থিতিতে কোম্পানিকে সর্বোচ্চ সফলতার জন্য উপযুক্তভাবে প্রস্তুত করতে প্রয়োজনীয় সাংগঠনিক পরিবর্তন করছি।’

বিজ্ঞাপন

২০২৫ সালে মাইক্রোসফটের চতুর্থ দফা ছাঁটাই এটি। ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি সরকারি ডেটাবেইস অনুযায়ী, এবারের ছাঁটাইয়ের মধ্যে আট শতাধিক পদ শুধু রেডমন্ড এবং বেলভিউ শহরে, যেগুলো মাইক্রোসফটের প্রধান কেন্দ্রগুলোর মধ্যে পড়ে।

‎প্রতিষ্ঠানটি কোন বিভাগগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তা নির্দিষ্ট করে না বললেও বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, তাদের এক্সবক্স ভিডিও গেম ইউনিট এই ছাঁটাইয়ের বড় অংশে পড়তে পারে।

‎এআইয়ে বিপুল বিনিয়োগ ছাঁটাইয়ের মূল কারণ _

‎এই ছাঁটাইয়ের পেছনে অন্যতম কারণ হিসেবে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে ব্যবস্থাপনার স্তর হ্রাস এবং এআই প্রযুক্তিকে বিভিন্ন পণ্যে আরও বেশি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন। মাইক্রোসফট বলছে, তারা এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলতে চায় যেখানে কর্মীরা এআই-এর সহায়তায় আরও সৃজনশীল ও ফলপ্রসূ কাজ করতে পারবেন।

‎ইতোমধ্যে, এআই মডেল প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানটি প্রায় ৮০ বিলিয়ন ব্যয়ে বিশাল ডেটা সেন্টার তৈরি করছে।

‎বিশ্লেষকরা বলছেন, ওপেনএআই-এর সঙ্গে অংশীদারিত্ব এবং চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে মাইক্রোসফট ব্যাপকভাবে এআই খাতে বিনিয়োগ বাড়িয়েছে। এতে অবকাঠামোগত খরচও বেড়েছে। এই ব্যয় সামলাতে এবং ভবিষ্যতের জন্য সংগঠনকে প্রস্তুত রাখতে কর্মীসংখ্যা কমানোর পথ নিয়েছে তারা।

‎মাইক্রোসফট আশ্বাস দিয়েছে, ছাঁটাই হওয়া কর্মীদের জন্য সেভারেন্স প্যাকেজ, স্বাস্থ্যবীমা এবং পুনরায় কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হবে।

‎সারাবাংলা/এনএল/এএসজি

কর্মী ছাঁটাই মাইক্রোসফট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর