Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনস্টাতে অপরিচিতদের ম্যাসেজ পাঠানো বন্ধ করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেক্স
৫ জুলাই ২০২৫ ১৬:২৯

‎ছবি এবং ভিডিও শেয়ার করার পাশাপাশি নানামুখী সুবিধার জন্য, বর্তমান প্রজন্মের কাছে ইনস্টাগ্রাম অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম। এর ডিরেক্ট মেসেজ (ডিএম) ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারে। এ কারণে বন্ধু ছাড়াও অনেক সময় অপ্রয়োজনীয় বা অস্বস্তিকর বার্তা চলে আসে। এ পরিস্থিতিতে ইনস্টাগ্রামে নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য অপরিচিতদের মেসেজ আসা বন্ধ করা জরুরি।

‎যদিও মেসেজ ফোল্ডারেও বার্তা ঠেকানোর সুবিধা রেখেছে ইনস্টাগ্রাম। এই সুবিধা চালু করলে অপরিচিত ব্যক্তি বা ফলো না করা অ্যাকাউন্ট থেকে আপনাকে কেউ সরাসরি মেসেজ পাঠাতে পারে না। তাদের পাঠানো মেসেজ সরাসরি আপনার ইনবক্সে আসে না এবং মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারেও জমা হয় না। শুধু আপনি যাদের ফলো করেন, তারা আপনাকে মেসেজ পাঠাতে পারবে।

বিজ্ঞাপন

‎অপরিচিতদের মেসেজ আসা রোধে করণীয় _

প্রথমে স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।

‎ডান দিকের নিচের দিকে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করুন।

‎পরের পেজে ওপরের ডান দিকে থাকা তিনটি অনুভূমিক লাইনে ক্লিক করুন। পরে একটি মেনু চালু হবে।

‎মেনুতে নিচের দিকে স্ক্রল করে ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ অপশনটি খুঁজে বের করুন এবং এতে ক্লিক করুন।

‎এরপর ‘মেসেজ রিকোয়েস্ট’ অপশনে ক্লিক করুন।

‎এবার ‘আদারস অন ইনস্টাগ্রাম’ অপশনে ক্লিক করুন।

‎এখন ‘ডোন্ট রিসিভ রিকোয়েস্ট’ বাটনে ক্লিক করলে,অপরিচিত কোন অ্যাকাউন্ট থেকে আর কোন মেসেজ রিকোয়েস্ট আসবে না।

‎সারাবাংলা/এনএল/এএসজি

ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
৫ জুলাই ২০২৫ ১৯:৫৬

আরো

সম্পর্কিত খবর