Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে কার্যক্রম বন্ধ করল মাইক্রোসফট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৫ জুলাই ২০২৫ ১৮:২৯

২৫ বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। দীর্ঘদিন পাকিস্তানে তাদের কার্যক্রম শুরু করলেও বিগত কয়েক বছরে কোম্পানিটি ধীরে ধীরে তাদের কর্মী সংখ্যা ও কার্যক্রম কমিয়ে এনেছিল। অবশেষে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে পাকিস্তান থেকে চলে যাচ্ছে এই সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

শনিবার (৫ জুলাই) টাইমস অব ইন্ডিয়া ও প্রযুক্তিভিত্তিক সংবাদ মাধ্যম টেক ক্র্যাঞ্চ মাইক্রোসফটের পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করে দেশ ছেড়ে চলে যাওয়ার খবর প্রকাশ করে।

পাকিস্তান সরকার কতৃক গুগল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান থেকে ৫ লক্ষ তরুণকে আইটি বিষয়ে প্রশিক্ষণ ও দক্ষতার সনদ প্রদানের ঘোষণার কয়েক দিনের মধ্যেই মাইক্রোসফটের দেশ ছাড়ার ঘোষণা আসে।

বিজ্ঞাপন

মাইক্রোসফটের পাকিস্তান ছেড়ে যাওয়ার খবরটি প্রকাশ্যে আসে মাইক্রোসফট পাকিস্তানের প্রতিষ্ঠাতা প্রধান জাওয়াদ রেহমানের একটি লিংকডইন পোস্টেকে কেন্দ্র করে। ওই পোস্টে তিনি লিখেন, ‘একটি যুগের অবসান, মাইক্রোসফট পাকিস্তান। আজ জানতে পারলাম যে, মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করছে। বাকি থাকা শেষ কয়েকজন কর্মীকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এই খবর এবং এভাবেই একটি যুগের সমাপ্তি ঘটল। ঠিক ২৫ বছর আগে, আমি সম্মানের সাথে মাইক্রোসফট পাকিস্তানের যাত্রা শুরু করি এবং নেতৃত্ব দিই।’

তিনি আরও লিখেন, ‘মাইক্রোসফটের এই সিদ্ধান্ত কেবল কর্পোরেট প্রস্থান নয়, বরং এটি গভীরভাবে চিন্তা করার একটি ইঙ্গিত বহন করে। আজকের এই সংবাদ আমাদের ভাবতে বাধ্য করে যে, এটি শুধুমাত্র একটি কর্পোরেট এক্সিট নয়। এটি আমাদের একটি কঠিন বাস্তবতা তুলে ধরছে। যে পরিবেশ আজ পাকিস্তানে সৃষ্টি হয়েছে, সেখানে মাইক্রোসফটের মতো গ্লোবাল জায়ান্টদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।’

তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও তার মতামত প্রকাশ করেন, কী পরিবর্তন হয়েছে পাকিস্তানে যার ফলে গ্লোবাল কর্পোরেশনগুলো দেশ ছেড়ে চলে যাচ্ছে? যে মূল্যবোধ, নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি একসময় সবকিছু সম্ভব করেছিল, তা আজ কোথায়?

আরেকটি পোস্টে মাইক্রোসফটের পাকিস্তান ছেড়ে যাওয়ার বিষয়ে দেশটির সরকারের প্রতি তিনি আহ্বান জানান, যাতে তারা মাইক্রোসফটের ক্রো রিজিওনাল ও গ্লোবাল নেতৃত্বের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করে, যেন মাইক্রোসফট পাকিস্তানে তাদের কোনো না কোনো কার্যক্রম সচল রাখতে পারে।

মাইক্রোসফট পাকিস্তানের প্রতিষ্ঠাতা কান্ট্রি ম্যানেজার, এটিকে একটি কর্পোরেট প্রস্থানের চেয়েও বেশি কিছু বলে আখ্যায়িত করেছেন। (সূত্র: টাইমস অব ইন্ডিয়া)।

উল্লেখ্য, ২০০০ সালের জুন মাসে মাইক্রোসফট পাকিস্তানে তাদের কার্যক্রম শুরু করে। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ ও সফটওয়্যার সেবা দিয়ে এসেছে।

পাকিস্তানে মাইক্রোসফটের প্রস্থানকে দেশটির প্রযুক্তি খাতের জন্য একটি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

সারাবাংলা/এনএল/এএসজি

পাকিস্তান মাইক্রোসফট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর