Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো এমন প্রযুক্তি— চোখ বন্ধ থাকলেও দেখা যাবে সব

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৫ জুলাই ২০২৫ ১৮:৫২

নিকষ কালো অন্ধকারেও এখন থেকে মানুষ স্পষ্ট সব কিছু দেখতে পাবে। কি অবাক হচ্ছেন? চোখ বন্ধ থাকলেও বা অন্ধকারেও সব স্পষ্ট দেখা যাবে এটা কিভাবে সম্ভব। অবাক হলেও সত্যি, এবার বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক ধরনের কনট্যাক্ট লেন্স, যা চোখে পরলে অন্ধকারেও স্পষ্ট দেখা যাবে। এমনকি চোখ বন্ধ থাকলেও।

চীনা বিজ্ঞানীদের সৌজন্যে খুব শীঘ্রই সেই প্রযুক্তি হাতে পেতে চলেছে দুনিয়া। অত্যাধুনিক প্রযুক্তিটিরসঙ্গে কৃত্রিম মেধা বা এআইয়ের (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) সংমিশ্রণ রয়েছে বলেও জানা গিয়েছে।

ঠিক কী তৈরি করেছেন চীনা গবেষকেরা? প্রযুক্তিভিত্তিক পত্রিকাগুলোর প্রতিবেদন অনুযায়ী, বিশেষ ধরনের ইনফ্রারেড কন্ট্যাক্ট লেন্স বানিয়ে ফেলেছেন তারা। এটি চোখে পড়ে থাকলেই হবে। অন্ধকার রাতে দিনের মতো পরিষ্কার সমস্ত কিছু দেখতে পাবেন ব্যবহারকারীরা। শুধু তা-ই নয়, চোখবুজে থাকা অবস্থাতেও তার মস্তিষ্কে তৈরি হবে সামনের হুবহু ছবি।

বিজ্ঞাপন

বিখ্যাত প্রযুক্তিভিত্তিক পত্রিকা ‘সেল’-এ প্রকাশিত হয়েছে গবেষকদের তৈরি ওই ইনফ্রারেড কন্ট্যাক্ট লেন্স সংক্রান্ত প্রতিবেদন। বিশেষজ্ঞদের দাবি, তাপমাত্রার তারতম্যের উপর ভিত্তি করে ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে ফুটিয়ে তোলা যায়ছবি। এর সঙ্গে সাধারণ ক্যামেরার মতো আলোর কোনও সম্পর্ক নেই। কন্ট্যাক্ট লেন্সে সংশ্লিষ্ট প্রযুক্তিটি থাকায় ঘন অন্ধকারে ব্যবহারকারীরা সব কিছু দেখতে পাবেন বলে জানা গিয়েছে।

তবে বিজ্ঞানীদের তৈরি ওই কন্ট্যাক্ট লেন্স এখনই বাজারে আসছে না। ‘সেল’-এর প্রতিবেদন অনুযায়ী, এই প্রযুক্তি মানুষের উপর এখনও পরীক্ষা করা হয়নি। তবে ইঁদুরের উপর এর পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। আগামী দিনে মানুষের উপর বিশেষ ধরনের ওই কন্ট্যাক্ট লেন্সের পরীক্ষামূলক প্রয়োগের ইচ্ছা রয়েছে তাদের।

তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে পণ্যটি বাজারে আসতে ব্যবহারকারীদের অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর।

সারাবাংলা/এনএল/এএসজি

প্রযুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর