Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সত্য বলার একদিন!

ফারহানা নীলা
৭ জুলাই ২০২৫ ১৪:৪৫

সত্য বলতে সাহস লাগে।
মুখে মুখে বলি—সত্যবাদিতা মহৎ গুণ, কিন্তু আসলে কি আমরা সত্য বলতে পারি?
না, সবসময় পারি না।
তবে যদি বলা হয়— ‘শুধু একদিন, ২৪ ঘণ্টার জন্য—তুমি নিজের এবং অন্যদের কাছে পুরোপুরি সত্য বলো’—তবে?

৭ জুলাই বিশ্বজুড়ে পালিত হয় Tell the Truth Day, বা সত্য বলার দিবস।
এই দিনটির মূল উদ্দেশ্য হলো—নিজেকে এবং অন্যকে ধোঁকা না দিয়ে অন্তরের সত্য প্রকাশ করা। সমাজে নৈতিকতা, সততা ও আন্তরিকতার বার্তা ছড়িয়ে দেওয়া।

কেন এই দিবস?

এই দিবসটির সূচনার পিছনে একটি প্রতীকী কারণ রয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, জর্জ ওয়াশিংটন-এর সঙ্গে জড়িয়ে আছে এটি।

বিজ্ঞাপন

একটি জনপ্রিয় উপকথা অনুযায়ী, শিশু জর্জ ওয়াশিংটন একবার তার বাবার চেরি গাছ কেটে ফেলে এবং পরবর্তীতে ’I cannot tell a lie’ বলে সত্য স্বীকার করে।

এই কাহিনি থেকেই অনুপ্রাণিত হয়ে সামাজিক আন্দোলনের কর্মীরা ও নৈতিকতা বিষয়ক সংগঠনগুলো দিবসটি পালনের ধারণা তৈরি করে। এটি মূলত যুক্তরাষ্ট্রে গড়ে ওঠা একটি সামাজিক উদ্যোগ, যেটি ধীরে ধীরে অন্যান্য দেশে সচেতন মহলে ছড়িয়ে পড়ে।

যদিও জাতিসংঘ ঘোষিত নয়, এটি একটি ’observance day’ হিসেবে জনপ্রিয়তা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নৈতিকতা বিষয়ক কার্যক্রমের মাধ্যমে।

কিভাবে পালন করা হয় _

ব্যক্তিগতভাবে:
• নিজের কাছে সত্য বলা
• আত্মজিজ্ঞাসামূলক লেখা বা ডায়েরি লেখা
• কাউকে ক্ষমা চাওয়া বা কৃতজ্ঞতা জানানো

সামাজিকভাবে:
• স্কুল-কলেজে সত্য বলার প্রতিযোগিতা
• অনলাইন হ্যাশট্যাগ প্রচার (#TellTheTruthDay)
• থিয়েটার বা নাটকের মাধ্যমে সত্যের গল্প তুলে ধরা

সাহিত্যে:
• সত্যভিত্তিক গল্প, কবিতা বা চিঠি লেখা
• সাহিত্য সভায় সত্যবিষয়ক আলোচনা ও পাঠ

সত্যের মুখোমুখি সাহিত্য

সাহিত্য আমাদের শেখায় সত্যের ভাষা। লেখকরা কাল্পনিক চরিত্রের মুখ দিয়ে যে সত্য বলেন, তা বাস্তবের চেয়েও গভীর। লিও টলস্টয়ের ‘আন্না কারেনিনা’, বিভূতিভূষণের ‘পথের পাঁচালী’ কিংবা হুমায়ূন আহমেদের ‘দেবী’—প্রতিটি চরিত্রের মধ্যে আমরা নিজেদের খুঁজে পাই। তারা সত্য বলে। এমনকি যখন তারা মিথ্যা বলে, তবুও পাঠক হিসেবে আমরা জানি—সেটাও সত্যের অংশ।

আয়নায় নিজেকে দেখা

Tell the Truth Day কেবল অন্যের মুখোমুখি হয়ে সত্য বলা নয়। এটি নিজেকে বলা—’আমি কেমন আছি?’
‘আমি কি যা ভাবি, তা-ই বলি?’
‘আমি কি নিজের অনুভূতির সাথে সৎ?’

এই দিনটি আমাদের কাছে একটি ‘আত্মজিজ্ঞাসার দিন’ হয়ে উঠতে পারে।

লেখার টিপস (সাহিত্যপ্রেমীদের জন্য)

এই দিনটি আপনি ব্যবহার করতে পারেন নিজের জার্নাল লেখার জন্য, কিংবা একটি সত্য গল্প বা কবিতা লেখার জন্য।
বিষয় হতে পারে—
• এমন এক দিন, যেদিন আপনি কাউকে কষ্ট দিয়েছিলেন
• এক চিঠি, যা আপনি পাঠাতে চেয়েছিলেন কিন্তু পারেননি
• এক স্বপ্ন, যা আজও বলার সাহস পাননি কারো কাছে

সত্য সবসময় সুন্দর নয়। তবে সত্যই মুক্তি। ৭ জুলাই-এ আসুন আমরা অন্তত একবার আয়নার সামনে দাঁড়াই, নিজেকে বলি—’তুই যা ভাবিস, সেটাই সত্য। ভয় পাবি না।’

Tell the Truth Day – কেবল একটি দিন নয়, একটি প্রতিজ্ঞা:
নিজেকে ভালোবাসার প্রথম শর্ত—নিজের কাছে সত্য থাকা।

সারাবাংলা/এফএন/এএসজি

সত্য বলা সত্য বলার একদিন