চ্যাটজিপিটি-ChatGPT এর পূর্ণরুপ হল- Chat Generative Pre-trained Transformer. এটা প্রযুক্তি জগতে একটি বিপ্লব সৃষ্টিকারী কৃত্রিম বুদ্ধিমত্তা, যা আমাদের বড় বড় প্রশ্নের সহজ উত্তর দিতে পারে। শুধু তাই না আমাদের কথাবার্তা পর্যালোচনা করে আরো বিস্তৃত আকারে সমাধান দিতে পারে।
২০১৫ সালে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান শুরু করেছিলেন এই চ্যাটবট তৈরি করার কাজ। চ্যাটবট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠন করা হয়। এটি একটি বড় ল্যাঙ্গুয়েজ মডেল যাকে অসংখ্য ডেটা দিয়ে বা ডেটা ফিড করায়ে প্রশিক্ষিত করা হয়। ফলে কোনো ডিভাইসের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের মতো করে যোগাযোগ স্থাপন করতে পারে; অর্থাৎ আমাদের ম্যাসেজের রিপ্লাই দিতে পারে।
বর্তমানে চ্যাটজিপিটি বর্তমানে প্রযুক্তিপ্রেমীদের কাছে এক পরিচিত নাম। ওপেনএআই-এর তৈরি এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট বিশ্বের লাখো ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে করে তুলেছে আরও সহজ, দ্রুত ও দক্ষ। লেখালেখি, অনুবাদ, তথ্য বিশ্লেষণ, কোডিং—নানান কাজেই ব্যবহার হচ্ছে এ জনপ্রিয় টুলটি।
প্রথমে জেনে নেই চ্যাটজিপিটি ব্যবহারের নিয়ম …
চ্যাটজিপিটি ব্যবহারের জন্য প্রথমে এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। গুগলে চ্যাটজিপিটি লিখে সার্চ দিলে বা যে কোনো ব্রাউজার থেকে এর অফিশিয়াল ওয়েবসাইটে (https://chat.openai.com) প্রবেশ করলে অ্যাকাউন্ট খোলার অপশন পাওয়া যায়। বিনা মূল্যে ওয়েবসাইটের হোমপেজের সাইনআপ অপশনে ক্লিক করে জিমেইল বা মাউক্রোসফট অ্যাকাউন্টে আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করা যায়। এরপর ওয়েবসাইটটি নাম এবং মোবাইল নম্বর কিংবা মাঝে মাঝে নাম এবং মোবাইল নম্বর চায়। নির্ভুল জন্মতারিখ কিংবা মোবাইল নম্বরে পাঠানো ওটিপি দেয়ার মাধ্যমে যে কারো আইডি সহজেই তৈরি হয়ে যায়।
আইডি তৈরির পর চ্যাটজিপিটির স্ক্রিনে নিউ চ্যাট অপশন দেখা যাবে। সেই অপশনে প্রবেশ করে যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই চ্যাটবটের কাছ থেকে। এ ধরনের চ্যাটবট বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়ও দেখতে পাওয়া যায়। তবে চ্যাটজিপিটির প্রযুক্তির বাজারের যে কোনো চ্যাটবটের চেয়ে অনেক উন্নত। উদাহরণ হিসেবে বলা যায়, কারো যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে পরীক্ষা পিছিয়ে দেয়ার বা ক্লাসে অনুপস্থিত হওয়ার জন্য অফিশিয়াল মেইল করতে হয়, তবে শুধু বিশ্ববিদ্যালয় ও শিক্ষকের বিবরণসহ চ্যাটবটে দরখাস্ত লিখতে বললেই যে কোনো ভাষায় সেই কাজ সম্পন্ন করে দেবে এ চ্যাটবট।
এবার জেনে নেই চ্যাটজিপিটি ব্যবহারের কিছু সেরা উপায় …
গুগলের বিকল্প হিসেবে ব্যবহার
যে কাজটি গুগল ২ ধাপে করতে সক্ষম, চ্যাট জিপিটি তা এক ধাপে করতে পারে। অর্থাৎ, অর্ধেক পরিশ্রম কমে যাবে। দরকারি কোনো তথ্যের জন্য একজন গবেষককে অনেকগুলো লিংক ধরে তা বের করতে হবে না। বরং সার্চ তালিকায় কয়েকটি কি-ওয়ার্ড চেপে ধরলেই নির্ভুল তথ্যটি বেরিয়ে আসবে। আর এ তথ্য পড়ার পাশাপাশি কোনো ঝুঁকি ছাড়াই ‘কপি-পেস্ট’ করা যাবে। চ্যাট জিপিটিতে যে প্রাথমিক তথ্য দেওয়া হয়, তা যদি সবেশেষ হালনাগাদকৃত না হয় বা শুধু ২০২১ সাল পর্যন্তই হালনাগাদ করা থাকে– তবুও বিভিন্ন ওয়েবসাইট থেকে ঘাঁটাঘাঁটি করে চ্যাট জিপিটি সম্ভাব্য তথ্যগুলো বিশ্লেষণ করতে পারবে। এটি থেকে প্রাপ্ত ফলাফলের ভাষা হবে সরল এবং সহজবোধ্য।
সপ্তাহের প্ল্যান করতে পারেন
সারা সপ্তাহের প্ল্যানগুলো অনেকেই করে রাখেন কাজের চাপ হালকা করতে। কিন্তু সেজন্য পাঁচটা অ্যাপ ঘাঁটতে হয়। এখন সেসব ঝঞ্ঝাট অতীত। চ্যাটজিপিটি একাই অনেক! আপনার খাদ্যাভ্যাস, আপনার ফ্রিজে কী আছে না আছে এবং আপনার সময়সীমা জানিয়ে দেন। অবাক হয়ে দেখবেন আপনার প্রাতঃরাশ, দ্বিপ্রাহরিক ও রাতের খাওয়ার তালিকা বানিয়ে ফেলেছে আপনার প্রিয় চ্যাটবট। এ তো গেল খাওয়া দাওয়া। জামাকাপড় কবে কী পরবেন? স্রেফ কাচা জামাকাপড়ের তালিকা দিয়েদিন। সঙ্গে আবহাওয়ার পূর্বাভাস এবং আপনার শিডিউল। ব্যাস, সারা সপ্তাহের পোশাকের ‘রস্টার’ রেডি!
ব্যাংক-বিমার পলিসি বুঝিয়ে দেবে
বিমার পলিসি বুঝতে হিমশিম খাচ্ছেন? ক্রেডিট স্কোর কীভাবে হ্যান্ডল করবেন বুঝতে গিয়ে চুল খাড়া হয়ে যাচ্ছে? চ্যাটজিপিটি আছে তো। সবকিছু বুঝিয়ে দেবে সহজেই। কেবল আপনাকে সযত্নে তাকে প্রম্পট করে দিতে হবে কী চাইছেন। একেবারে দৈনন্দিনের প্রয়োজনীয় ভাষায় সত্যিই বিষয়টা আপনার কাছে পরিষ্কার করে দেবে এই চ্যাটবট।
কবিতা, গল্প লিখুন
বান্ধবী কবিতা পড়তে ভালোবাসে। ভাবছেন তাকে ইমপ্রেস করতে কবিতা লিখবেন। কিন্তু কলম থমকে আছে শূন্য সাদা কাগজের উপরে! কিংবা নতুন ব্যবসা করবেন ভাবছেন, নাম কী দেবেন বুঝতে পারছেন না। স্রেফ ঠিকমতো বুঝিয়ে বলুন কী চাইছেন। চ্যাটজিপিটি আপনাকে সাহায্য করবে।
কোডিং সহকারী
কলাম্বিয়া বিজনেস স্কুলের অধ্যাপক ওডেড নেটজার মনে করেন, কোডারদের কাজ আরও সমৃদ্ধ করতে এবং তাদের সৃজনশীলতা বৃদ্ধি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক হতে পারে। তিনি বলেন, ‘এটি বেশ ভালো কোড লিখতে পারে।’ এমনকি একজন টিকটক ব্যবহারকারী খুব সহজেই চ্যাটবটের সাহায্য নিয়ে একটি কোডিং ভুল ধরতে সক্ষম হয়েছেন, এমন উদাহরণও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক ইতিহাসে।
ভ্রমণের পরিকল্পনা
ধরুন কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। ট্র্যাভেল ওয়েবসাইট থেকে সেখানকার দর্শনীয় স্থানের তালিকা দেখে নিলেন। কিন্তু চ্যাটজিপিটি এখানেও এক কদম এগিয়ে রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী, কোনগুলো গেলে সবচেয়ে আনন্দ পাবেন সব ক্রম ধরে জানিয়ে দেবে। আসলে বেড়াতে গেলে কেউ চান সেখানকার সেরা খাবারগুলো খেতে। কারো আগ্রহ ঐতিহাসিক স্থানগুলি ঘুরবেন। কেউ কেউ স্রেফ প্রকৃতির কোলে ছুটির আমেজ উপভোগ করতে চান। সেক্ষেত্রে আপনার পছন্দমতো সেরা স্পট বলে দেবে চ্যাটজিপিটি।