Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপনে মোবাইল থেকে ছবি চুরি করছে যে অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৭ জুলাই ২০২৫ ১৭:৩১

তথ্য প্রযুক্তির বিপ্লবের এই সময়ে আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলতে স্মার্টফোনের ভূমিকা অতুলনীয়। বিনোদন থেকে শুরু করে ব্যাংকিং লেনদেন, সবই এখন হাতের মুঠোয়।

তথ্যপ্রযুক্তির কল্লানে আজ পুরো বিশ্ব হাতের মুঠোয়। ফোন কথা বলা ছাড়াও আমরা বিভিন্ন কাজের জন্য অসংখ্য অ্যাপ ইন্সটল করে থাকি। এই অ্যাপগুলোও দেখা যাই মাঝে মাঝে আমাদের বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ আপনি হয়তো ভাবতেই পারেননি আপনার এইসব অ্যাপের মাধ্যমে আপনার ফোনের গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি চুরি হচ্ছে।

লুকিয়ে থাকা অ্যাপ ‘স্পার্ককিট্টি’ _

সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান কাসপারস্কি জানিয়েছে, ‘স্পার্ককিট্টি’ নামের নতুন এক ম্যালওয়ারের নাম। যা আপনার ফোন থেকে লুকিয়ে ছবি হাতিয়ে নিতে পারে। ছদ্মবেশী এই অ্যাপ সাধারণ ভাবে দেখলে মনে হবে ক্রিপ্টোকারেন্সির অ্যাপ। ডাউনলোড করে ফেললেই সর্বনাশ। ফটো গ্যালারিতে থাকা সব ছবি অ্যাপটি চুরি করে নেবে। অ্যাপটি আপনি এরই মধ্যে যদি ব্যবহার করে থাকেন তাহলে দ্রুত ডিলিট করুন।

বিজ্ঞাপন

সতর্কতা _

অস্বাভাবিক হারে ব্যাটারির শক্তি কমে গেলে সতর্ক হোন। আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, তাহলে সেটিংসে চলে যান। তারপর প্রাইভেসি। এবার পারমিশন ম্যানেজার। আইফোনের ক্ষেত্রে সেটিং থেকে প্রাইভেসিতে গিয়ে দেখে নিন কোন কোন অ্যাপকে ক্যামেরা, মাইক্রোফোন ও লোকেশনের অ্যাক্সেস কোন কোন অ্যাপকে দিয়ে রেখেছেন।

এছাড়াও অনেক সময়ই রিমোট সার্ভারের সঙ্গে যোগ থাকে স্পাই অ্যাপগুলোর। দেখুন ওয়্যারশার্কের মতো কোনো মনিটরিং টুল আপনার সিস্টেমের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কি না। আপনার ওয়াই ফাইয়ের রাউটারে কোনো অচেনা কানেকশন থেকে লগ ইন করা হয়েছে কি না সেটাও দেখে নিন। এসব লক্ষণই বলে দেবে আপনার স্মার্টফোনে কেউ বা কোনো অ্যাপ নজরদারি চালাচ্ছে কি না।

নিরাপদ থাকার উপায় _

কোনো সন্দেহজনক বা অজানা ক্রিপ্টো অ্যাপ ইনস্টল করবেন না।
ক্রিপ্টো ওয়ালেটের রিকভারি ফ্রেজের স্ক্রিনশট ফোনে রাখবেন না।
নতুন অ্যাপ গ্যালারির অ্যাক্সেস চাইলে সরাসরি না করে দিন।
ফোনে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন এবং নিয়মিত স্ক্যান করুন।
সবসময় Google Play বা App Store থেকে নির্ভরযোগ্য অ্যাপ ডাউনলোড করুন, রিভিউ পড়ুন এবং ডেভেলপার যাচাই করুন।

সারাবাংলা/এনএল/এএসজি

গোপনে মোবাইল থেকে ছবি চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর