Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার ছোটবেলা ফিরে পেলে!

ফারহানা নীলা
৮ জুলাই ২০২৫ ১৫:৪৮

ছোটবেলায় দুপুর মানেই লুকোচুরি, বিকেল মানেই ব্যাডমিন্টন বা পুতুল খেলা। রাত মানেই পরীর গল্পের অপেক্ষা। তখন জীবনটা ছিলো লুডোর বোর্ডে ছকে ছকে সাজানো— একটু ওপরে ওঠা, কখনো সাপের কামড় খেয়ে আবার ফিরে যাওয়া শুরুর ঘরে। কিন্তু বড় হওয়ার দৌড়ে সেই লুডোর বোর্ডটাও হারিয়ে গেছে কোথায় যেন।

কেমন হতো? সেই দিনগুলিতে আবার ফিরে যেতে পারলে? চাইলে আজ কিন্তু একটু নস্টালজিয়া হয়ে, আপনি ফিরে পেতেই পারেন সেই দিনগুলি। বয়স হয়তো কমানো যাবেনা, কিন্তু পুরানো দিনে ফিরে যেতে পারবেন। কি? অবাক হচ্ছেন?

আজ ৮ জুলাই— বিশ্বে ‘Be a Kid Again Day’ নামে একটা মজার দিন পালিত হয়। অর্থাৎ, এই দিনে বড়রা নিজের ভেতরের শিশুটাকে একটুখানি প্রশ্রয় দেয়। কেউ আবার প্রিয় কার্টুন চালিয়ে বসে, কেউবা ঘুড়ি উড়াতে ছাদে উঠে যায়। এই হালকা মনোভাবের দিনটি মূলত পশ্চিমা সংস্কৃতি থেকে শুরু হলেও, এর আবেদন কিন্তু একেবারে বৈশ্বিক।

বিজ্ঞাপন

হতে পারে দিবসটি পশ্চিম দেশগুলোর জন্য। কিন্তু মজার একটি দিন সবাই উদযাপন করলে, দোষ কোথায়?

আমাদের দেশেও এমন একটা দিন খুব দরকার। একটুখানি পেছনে ফিরে তাকানো, টিনের চালে বৃষ্টির শব্দ শোনা, কিংবা মামার বাড়ির পুকুরে ঝাঁপ দেওয়া— এসব স্মৃতিই তো আমাদের নির্মাণ করে। ঢাকার যানজট, অফিসের প্রেসার বা মোবাইল স্ক্রিনে আটকে থাকা জীবনের মাঝে যদি একটুখানি ছোটবেলা ফিরিয়ে আনা যায়, ক্ষতি কী?

শুধু আজ নয়, বছরে অন্তত একদিন যদি আমরা শিশুসুলভ হয়ে যেতে পারতাম, তাহলে হয়তো নিজের মধ্যেকার চাপটা খানিকটা কমে যেত। মনে পড়ে— শেষ কবে আপনি খালি পায়ে বৃষ্টিতে ভিজেছেন? অথবা একটানা হেসেছেন এমন কিছু দেখে, যেটা ‘সিরিয়াস’ নয়— শুধু ‘মজা’?

আজ ৮ জুলাই তাই একটা উপলক্ষ হতে পারে— পুরনো সেই রঙিন দিনগুলোর জন্য। একটা দিন রাখুন, শুধুই নিজের ছোটবেলাটাকে ফিরিয়ে আনার জন্য। একটা চকোলেট খান, একটা ছড়া পড়ুন, অথবা পুরনো এলবামটা খুলে বসে যান। জীবনকে একটু হালকা করে দেখার এটাই তো শ্রেষ্ঠ উপায়।

আসুন, আজ আমরা আবার একটু ছোট হয়ে যাই। অন্তত আজকের জন্য।

সারাবাংলা/এফএন/এএসজি

ছোটবেলা