Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাপলের নতুন সিওও ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৯ জুলাই ২০২৫ ১৭:৪৩

সাবিহ খান

মার্কিন প্রযুক্তি জায়ান্ট ‘অ্যাপল’-এর নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগ দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান। জানা গেছে, চলতি মাসেই নতুন দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

সাবিহ খান বর্তমানে অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অধীনে রয়েছে বৈশ্বিক সাপ্লাই চেইন, সরবরাহকারী নৈতিকতা কর্মসূচি এবং অপারেশনস টিম। তিনি কোম্পানিতে তিন দশক ধরে কাজ করে আসছেন।

অ্যাপলের বিদায়ী সিওও জেফ উইলিয়ামস এ বছরই অবসরে যাবেন। তার অবসরের পর ডিজাইন টিম সরাসরি সিইও টিম কুকের অধীনে পরিচালিত হবে।

টিম কুক এক বিবৃতিতে বলেন, ‘জেফ ও আমি বহু বছর একসঙ্গে কাজ করেছি। অ্যাপল আজ যে অবস্থানে রয়েছে, তা তার অবদানের ফল। তিনি আমাদের বৈশ্বিক সাপ্লাই চেইনের রূপকার, অ্যাপল ওয়াচের স্থপতি এবং আমাদের স্বাস্থ্য কৌশলের পথপ্রদর্শক।’

বিজ্ঞাপন

তিনি সাবিহ খানের প্রশংসা করে বলেন, ‘সাবিহ একজন মেধাবী কৌশলবিদ। অ্যাপলের সাপ্লাই চেইনের অন্যতম স্থপতি তিনি। তার নেতৃত্বেই আমরা উন্নত উৎপাদন প্রযুক্তি এনেছি, যুক্তরাষ্ট্রে উৎপাদন সম্প্রসারণ করেছি এবং বৈশ্বিক চ্যালেঞ্জের সময়ও সাড়া দেওয়ার সক্ষমতা তৈরি করেছি।’

উল্লেখ্য, সাবিহ খান ১৯৬৬ সালে ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে জন্ম গ্রহণ করেন। তিনি ছোটবেলাতেই পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে যান। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে চলে গিয়ে টাফটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বৈত স্নাতক এবং রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৯৫ সালে অ্যাপলের প্রোকিউরমেন্ট টিমে যোগ দেওয়ার আগে তিনি জিই প্লাস্টিকসে কাজ করতেন। এরপর থেকে তিনি অ্যাপলের বৈশ্বিক অপারেশনস ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন।

সারাবাংলা/এনএল/এএসজি

অ্যাপলের নতুন সিওও সাবিহ খান