শাওমি ফোন ব্যবহারকারীদের জন্য ভারত সরকার অতিরিক্ত নিরাপত্তা সতর্কতা জারি করেছে। ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন) এর সাবধান করে জানিয়েছে, ফোন, টিভি এবং এমনকী ল্যাপটপের মতো শাওমি ডিভাইসগুলো ক্ষতির মুখে পড়তে পারে।
মূলত এই মোবাইল ব্র্যান্ডটি ভিন্ন ভিন্ন প্রাইস রেঞ্জের প্রোডাক্ট অফার করে। যার ফলে হ্যাকারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই ব্র্যান্ডটি। আর আপাতত মনে করা হচ্ছে যে, নতুন সমস্যাটির জেরে সহজেই এটিকে নিশানা করছে হ্যাকাররা।
শাওমি অ্যাপের নিরাপত্তাজনিত সমস্যা _
সিইআরটি-ইন জানিয়েছে, শাওমি মি কানেক্ট অ্যাপে একটি বিপদের আভাস পাওয়া গিয়েছে। যার মাধ্যমে আক্রমণকারীরা ব্যবহারকারীর ডিভাইসে আনঅথোরাইজড অ্যাক্সেস পাবে এবং টার্গেটেড সিস্টেমে সুরক্ষা বিধিনিষেধ অতিক্রমও করে যাবে।
এই ঝুঁকির ব্যাখ্যা করে নিরাপত্তা সংস্থা আরও জানিয়েছে যে, অতিক্রম করা যায়, ভেরিফিকেশন লজিকে এমন ত্রুটির কারণে শাওমি মি কানেক্ট সার্ভিস অ্যাপে একটি আনঅথোরাইজড অ্যাক্সেস ভালনারেবিলিটি রয়েছে। সমস্ত শাওমি ডিভাইস, যেখানে মি কানেক্ট অ্যাপ থাকে, সেগুলোর নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।
শাওমি মি কানেক্ট অ্যাপে সিকিউরিটি রিস্ক সমাধানে করণীয় _
প্রথমে শাওমি ফোন, ট্যাবলেট অথবা টিভি চেক করা। দেখে নিতে হবে যে, নিজের শাওমি ডিভাইসে মি কানেক্ট অ্যাপ ১.৮৯৫.১০ অথবা তার আগের ভার্সন রয়েছে কি না। যদি ব্যবহারকারীর ডিভাইসে এই ধরনের ভার্সন থেকে থাকে, তাহলে লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে। আর লেটেস্ট ভার্সন নিজেদের অ্যাপ সেটিংসের মাধ্যমে প্রদান করছে শাওমি।
তবে বুলেটিনে এটা বলা হয়নি যে, ভারতে কোনও শাওমি ব্যবহারকারী এই সমস্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না! তবে এটা বলা যেতে পারে যে, সকল মি ব্যবহারকারীদের মি কানেক্ট অ্যাপের জন্য সর্বশেষ আপডেটটি গ্রহণ করা।