Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ

‎তথ্যপ্রযুক্তি ডেক্স
১০ জুলাই ২০২৫ ১০:৫৪ | আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৬:৫৫

‎পদত্যাগের ঘোষণা দিয়েছেন, বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো। খবর এপির।

‎বুধবার (৯ জুলাই) এক এক্স পোস্টে লিন্ডা বলেছেন, এক্স-এর সিইও পদ থেকে সরে দাঁড়াবেন তিনি।

‎লিন্ডা ইয়াকারিনোর এই সিদ্ধান্ত অনেকটা অপ্রত্যাশিত। কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের কথার লড়াই চলছে। এছাড়া নিজের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিক্রিও কমে যাওয়া নিয়ে যখন উদ্বেগে রয়েছেন মাস্ক, সেই সময় তার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদ ছাড়ার ঘোষণা দিলেন লিন্ডা।

বিজ্ঞাপন

‎বুধবারের পোস্টে নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করেননি লিন্ডা। পাশাপাশি গ্রক-এর ইহুদি বিদ্বেষী কনটেন্ট নিয়ে বিতর্ক নিয়েও কোন মন্তব্য করেননি তিনি। তবে কোম্পানিটির ব্যবসা ফিরিয়ে আনতে নিজের কাজ নিয়ে গর্ব প্রকাশ করেছেন লিন্ডা।

‎তিনি লিখেছেন, ‘আমরা সেইসব গুরুত্বপূর্ণ প্রাথমিক কাজ দিয়ে শুরু করেছিলাম, যেখানে আমাদের ব্যবহারকারীদের, বিশেষ করে শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে ও বিজ্ঞাপনদাতাদের আস্থা ফিরিয়ে আনার প্রয়োজন ছিল।‘

‎২০২৩ সালের মে মাসে এক্স-এ যোগ দিয়েছিলেন লিন্ডা। ওই সময় টুইটার হিসেবে পরিচিত ছিল এক্স। প্লাটফর্মটি চার হাজার চারশ কোটি ডলারে কেনার পর মাস্ক এর নাম বদলে এক্স রাখেন। লিন্ডাই প্রথম প্রধান নির্বাহী হিসেবে এক্স-এর দায়িত্ব পালন শুরু করেন।

‎এর আগে ‘এনবিসি ইউনিভার্সাল’-এর বিজ্ঞাপন বিক্রয় বিভাগের প্রধান ছিলেন লিন্ডা। সেই বছরের শেষ দিকে তিনি বলেছিলেন, কোম্পানিটিতে তার কাজ ছিল এক্স-এর ব্যবসায়িক দিকের ওপর মনোযোগ দেওয়া।

সারাবাংলা/এনএল/এএসজি

এক্স পদত্যাগ প্রধান নির্বাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর