Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনস্টাগ্রাম রিলে ভিউ বাড়াতে টেক্সট, স্টিকার ও মিউজিক ব্যবহারের উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ জুলাই ২০২৫ ১৭:১০

তরুণ প্রজন্মের মাঝে বেশি জনপ্রিয় ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। ফেসবুকের মতো মেটার মালিকাধীন এই ইনস্টাগ্রামেও দৈনন্দিন জীবনের মুহূর্তকে সৃজনশীলভাবে প্রকাশ করা যায় রিলের মাধ্যমে। বর্তমানে এই রিলস খুবই জনপ্রিয় একটি ফিচার। রিলে স্টিকার, মিউজিক ও টেক্সট যুক্ত করলে তা হয়ে ওঠে আরো বেশি মনোমুগ্ধকর। লাখ লাখ মানুষ ইনস্টাগ্রামে রিলস দেখেন এবং তৈরি করেন। অনেকে রিলস থেকে আয় করছেন লাখ লাখ টাকা।

আজ জানবো ইনস্টাগ্রামে রিলে স্টিকার, মিউজিক ও টেক্সট যুক্ত করার সহজ উপায় …

রিলে টেক্সট যুক্ত করার উপায় _

* প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
* নিচের দিকে থাকা ‘+’ আইকনে ক্লিক করুন।
* এবার নিচের দিকে রিল অপশনে ক্লিক করুন। এর ফলে ইনস্টাগ্রামের ক্যামেরা ও ফোনের গ্যালারি একই সঙ্গে দেখা যাবে।
* স্ক্রিনের ওপরের বাম কোণে ক্যামেরা আইকনে ক্লিক করে নতুন রিল তৈরি করতে পারেন।
অথবা গ্যালারি থেকে বিদ্যমান রিল নির্বাচন করুন।
* রিল তৈরি বা এডিট করার স্ক্রিনে নিচের দিকে থাকা টেক্সট আইকনে (Aa) ক্লিক করুন।
এবার পছন্দমতো টেক্সট টাইপ করুন।
* নিচের দিকে থাকা বিভিন্ন অপশন ব্যবহার করে তা কাস্টমাইজ করতে পারবেন।
এবার ডান কোণায় থাকা ‘ডান’ বাটনে ট্যাপ করলেই টেক্সটি রিল ভিডিওর সঙ্গে যুক্ত হয়ে যাবে।

বিজ্ঞাপন

যেভাবে স্টিকার যুক্ত করবেন _

* ওপরের ধাপ অনুসরণ করে রিল এডিট স্ক্রিন চালু করুন।
* নিচের দিকে স্টিকার আইকনে ক্লিক করুন।
* এবার স্টিকার তালিকা স্ক্রল করে পছন্দের স্টিকার খুঁজে বের করুন।
* ওপরের টেক্সট বক্সে স্টিকারের নাম টাইপ করেও তা খুঁজে নিতে পারবেন।
* পছন্দের স্টিকারের ওপর ট্যাপ করুন। এরপর স্টিকারটি টেনে রিলের যেকোনো জায়গায় রাখতে পারবেন।

মিউজিক যুক্ত করবেন যেভাবে _

* ইনস্টাগ্রাম এডিট স্ক্রিনে এসে নিচের দিকে থাকা ‘মিউজিক’ আইকনে ট্যাপ করুন।
* এবার নিচের দিকে স্ক্রল করে পছন্দের মিউজিক খুঁজে বের করুন। এ ছাড়া ওপরের দিকে ‘ট্রেন্ডিং’, ‘সেভড’ বা ‘অরিজিনাল অডিও’ সেকশনের মাধ্যমে কাঙ্ক্ষিত মিউজিকটি খুঁজে নিতে পারবেন।
* পছন্দের মিউজিকটি পাওয়ার পর এর ওপর ক্লিক করুন
* নিচের দিকে থাকা ডানমুখী তির চিহ্নে ক্লিক করুন।
* পরের পেজে মিউজিকটির কোন অংশ যুক্ত করতে চান, তা ড্র্যাগ করার মাধ্যমে নির্বাচন করুন।
* এখন ওপরে ডান দিকে ‘ডান’ বাটনে ক্লিক করতে হবে।

রিলসে পছন্দমতো টেক্সট, স্টিকার ও মিউজিক যুক্ত করার পর বাম পাশের নিচের দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ক্লিক করে রিলটি শেয়ার করুন। আর ইনস্টাগ্রাম রিলস শেয়ার করে ভিউ বাড়ান আর আয় করুন লাখ টাকা।

সারাবাংলা/এনএল/এএসজি

ইনস্টাগ্রাম রিল