Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কল এলে কি বন্ধ হয়ে যায় মোবাইল ডাটা?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ জুলাই ২০২৫ ১৭:২৪

আমাদের হাতে থাকা ফোনটি এখন শুধু শখের নয়, আমরা আমাদের খুব প্রয়োজনীয় সব কাজই এখন আমরা এই স্মার্ট ফোনের মাধ্যমেই করে থাকি। এই এক ফোনের মাঝেই যেন পুরো দুনিয়া। কিন্তু মাঝে মাঝে আমাদের প্রিয় স্মার্টফোনটিতে গুরুত্বপূর্ণ কোনো অডিও-ভিডিও কল, অনলাইন মিটিং বা জরুরি ডেটা ট্রান্সফারের সময় হঠাৎ ফোনে কল এলে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। বিশেষ করে যারা মোবাইল ডেটার ওপর নির্ভর করে কাজ করেন, তাদের জন্য এটি দারুণ বিরক্তিকর।

আসুন জেনে নেই এই সমস্যার থেকে উত্তরণের উপায়:

ফোনে থাকা VoLTE ফিচারটি চালু করলেই কলের সময়ও ইন্টারনেট স্বাভাবিকভাবে চলতে থাকে। অথচ অনেকেই জানেন না কীভাবে এই সেটিংস চালু করতে হয়। Samsung বা OnePlus ফোন ব্যবহার করেন, তাদের জন্য VoLTE ফিচার চালু করার পদ্ধতি তুলে ধরা হলো:

বিজ্ঞাপন

* মোবাইলের Settings অপশনে যান
* Connections অপশনে ক্লিক করুন
* Mobile networks-এ প্রবেশ করুন
* সেখানে দেখবেন VoLTE calls নামে অপশন আছে
* সিম ১ ও সিম ২-এর জন্য আলাদাভাবে VoLTE অপশনটি চালু করতে হবে

এরপর মোবাইল ডেটা অন রেখে কল করলে ইন্টারনেট আর বন্ধ হবে না। আপনি চাইলে কলের সময়ও ফেসবুক, গুগল বা অন্য যে কোনো অ্যাপ ব্যবহার চালিয়ে যেতে পারবেন। OnePlus ফোন ব্যবহারকারীদের জন্য সব ফোনে VoLTE সেটিংস সরাসরি দৃশ্যমান নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যে সিম ব্যবহার করছেন, সে মোবাইল অপারেটরের হেল্পলাইন নম্বরে ফোন করে VoLTE সার্ভিস চালু করতে হবে। যেমন, কেউ যদি তার OnePlus ফোনে Airtel সিম ব্যবহার করেন, তাহলে তিনি Airtel হেল্পলাইনে ফোন করে VoLTE চালু করতে পারবেন। একবার এই সার্ভিস চালু হয়ে গেলে মোবাইল ডাটা বন্ধ না করে কল রিসিভ করা বা কল করা সম্ভব হবে।

সারাবাংলা/এনএল/এএসজি

মোবাইল ডাটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর