Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কল এবং এসএমএস-এর বিকল্প ‘আইপি কলিং অ্যাপ’

ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ
১২ জুলাই ২০২৫ ১৯:১২

আইপি কলিং অ্যাপ হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা ইন্টারনেট প্রোটোকল (আইপি) ব্যবহার করে ভয়েস এবং ভিডিও কল করার সুবিধা দেয়। এই আইপি কলিং অ্যাপ সাধারণত স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা কমপিউটারে ব্যবহার করা যায় এবং এই অ্যাপের মাধ্যমে স্বল্প খরচে বা বিনামূল্যে দেশ-বিদেশে কল করা সম্ভব। এই অ্যাপগুলো সাধারণত মোবাইল নেটওয়ার্ক বা ল্যান্ডলাইন কলের চেয়ে কম খরচে আন্তর্জাতিক এবং স্থানীয় কল করার সুযোগ দেয়।

অনেক আইপি কলিং অ্যাপে ভিডিও কলিংয়ের সুবিধাও থাকে, যা ব্যবহারকারীদের একে অপরের সঙ্গে মুখোমুখি কথা বলার সুযোগ দেয়। কিছু অ্যাপে চ্যাটিং এবং ফাইল শেয়ারিংয়ের সুবিধাও থাকে, যা যোগাযোগকে আরও সহজ করে। আইপি কলিং অ্যাপগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে (অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ) ব্যবহার করা যায়, যা ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক।

বিজ্ঞাপন

বর্তমান সময়ে বাংলাদেশের মোবাইল অপারেটরগুলো যে হারে কলরেট এবং ডেটা সহ অন্যান্য সার্ভিস সমূহের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে তা সত্যিই অসহনীয়। অন্তত কল এবং এসএমএস এর বিকল্প সমাধান হলো আইপি কলিং অ্যাপ ব্যবহার করা। আইপি কলিং অ্যাপগুলো সরকার কতৃক তথা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর অনুমোদিত হওয়ায় তথ্য ঝুঁকির সম্ভাবনা নেই বললেই চলে।

বর্তমানে প্রায় সবাই ইন্টারনেট নির্ভরশীল হওয়ায় অনেকের কাছে সবসময় মোবাইল সিমে ইন্টারনেট অথবা স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ থাকে। সে হিসেবে আইপি কলিং অ্যাপ হতে পারে তাদের জন্য সেরা মাধ্যম। বাংলাদেশে যে সকল ইন্টারনেট প্রটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার (আইপিটিএসপি) প্রতিষ্ঠানের নিজস্ব আইপি কলিং অ্যাপ আছে তাদের সুযোগ ও সুবিধা সম্পর্কে একটু জেনে নেই…

আলাপ (Alaap)

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর আইপি কলিং অ্যাপটিতে কলরেট ভ্যাট সহ ৪০ পয়সা/মিনিট এবং ১ সেকেন্ড পালস। বাংলাদেশী এনআইডি সহ এনআইডির ব্যক্তির চেহারা দিয়েও ভেরিফিকেশন করতে হবে। প্রথমবার অ্যাকাউন্ট খুললে কোনও বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না। প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং দুটো সুবিধাই আছে। এজেন্ট থেকে রিচার্জ করলে ২০% বোনাস পাওয়া যায়। অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা আছে।

অগ্নিটক (Agnitalk)

অগ্নি সিস্টেমস লিমিটেডের আইপি কলিং অ্যাপটিতে কলরেট ভ্যাট সহ ৪০ পয়সা/মিনিট এবং ১ সেকেন্ড পালস। বাংলাদেশী এনআইডি সহ এনআইডির ব্যক্তির চেহারা দিয়েও ভেরিফিকেশন করতে হবে। কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং দুটো সুবিধাই আছে। প্রথমবার অ্যাকাউন্ট খুললে ৫ টাকা বোনাস পাওয়া যাবে। কোনও প্রকার রিচার্জে কোনও বোনাস অফার নেই। প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।

আম্বার আইটি (AmberIT)

আম্বার আইটি লিমিটেডের আইপি কলিং অ্যাপটিতে কলরেট ভ্যাট সহ ৪০ পয়সা/মিনিট এবং ১ সেকেন্ড পালস। বাংলাদেশী এনআইডি সহ এনআইডির ব্যক্তির চেহারা দিয়েও ভেরিফিকেশন করতে হবে। প্রথমবার অ্যাকাউন্ট খুললে কোনও বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না। অ্যাপ থেকেই বিকাশের মাধ্যমে রিচার্জ করলে ২০% বোনাস পাওয়া যেতো বর্তমানে তা এখন বন্ধ। প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই। অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।

ব্রিলিয়ান্ট কানেক্ট (Brilliant Connect)

ইন্টারক্লাউড লিমিটেডের আইপি কলিং অ্যাপটিতে কলরেট ভ্যাট সহ ৪০ পয়সা/মিনিট এবং ১ সেকেন্ড পালস। বাংলাদেশী এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই। প্রথমবার অ্যাকাউন্ট খুললে ১০ মিনিট কথা বলার সমপরিমাণ টাকা অর্থাৎ ৪ টাকা বোনাস পাওয়া যাবে। এজেন্ট থেকে রিচার্জ করলে ১০% থেকে ২০% পর্যন্ত বোনাস পাওয়া যাবে। প্রতিবারে সর্বনিম্ম ২০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।

ডায়াল (Dial)

লিংক৩ টেকনোলজিস লিমিটেডের আইপি কলিং অ্যাপটিতে রয়েছে- কলরেট ভ্যাট সহ ৪০ পয়সা/মিনিট এবং ১ সেকেন্ড পালস। বাংলাদেশী এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই। প্রথমবার অ্যাকাউন্ট খুললে কোনও বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না। মাঝেমধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করলে মিনিট বোনাস পাওয়া যায়। বোনাস অফারটি চালু থাকলে/হলে অ্যাপে মেসেজ অথবা নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন করার সুবিধা নেই এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা আছে।

অরবিটক (Orbitalk)

রেস অনলাইন লিমিটেডের আইপি কলিং অ্যাপটিতে রয়েছে- কলরেট ভ্যাট সহ ৪০ পয়সা/মিনিট এবং ১ সেকেন্ড পালস। বাংলাদেশী এনআইডি সহ এনআইডির ব্যক্তির চেহারা দিয়েও ভেরিফিকেশন করতে হবে। কল ফরওয়ার্ডিং সুবিধা আছে এবং কল রেকর্ডিং সুবিধা নেই। প্রথমবার অ্যাকাউন্ট খুললে ১০ টাকা বোনাস পাওয়া যাবে। কোনও প্রকার রিচার্জে কোনো বোনাস অফার নেই। প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা নেই।

আইপি কলিং অ্যাপ ব্যবহারের জন্য সাধারণত একটি ইন্টারনেট সংযোগ এবং অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করার প্রয়োজন হয়। অ্যাপগুলো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এটি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ সহ আইপি নম্বরগুলোতে ক্রেডিট/ব্যালেন্স/টাকা থাকতে হবে। আইপি কলিং অ্যাপগুলো থেকে বাংলাদেশের যেকোনও টেলিফোনি/আইপি নম্বরে কল ফ্রি।

এ ছাড়া আইপি কলিং অ্যাপ থেকে সিমিলার আইপি কলিং অ্যাপে মেসেজ, অডিও কল এবং ভিডিও কল ফ্রি (ফেসবুক ম্যাসেন্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদির মতো)। সকল আইপি কলিং অ্যাপগুলোর প্রত্যেকটিতে আলাদা আলাদা ভাবে একটি এনআইডির মাধ্যমে সর্বোচ্চ ৫টি নম্বর রেজিষ্ট্রেশন করা যাবে।

আইপি কলিং অ্যাপগুলোতে রেজিষ্ট্রেশনের পর একটি করে ভার্চুয়াল টেলিফোনি নম্বর পাওয়া যাবে; যা দিয়ে অন্যান্য মোবাইল অপারেটরের মতো কল এবং এসএমএস আদান-প্রদান করা সম্ভব। অ্যাপ থেকেই মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) /ব্যাংক অ্যাকাউন্ট/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে রিচার্জ করার সুবিধা আছে।

আইপি কলিং অ্যাপে ব্যালেন্স/টাকা মেয়াদবিহীন। আইপি কলিং অ্যাপ থেকে সিমিলার আইপি কলিং অ্যাপে ব্যালেন্স/টাকা ট্রান্সফার করার সুবিধা রয়েছে। আইপি কলিং অ্যাপগুলো ইন্টারনেট নির্ভর হওয়ায় অ্যাপগুলোর কল কোয়ালিটি অনেকাংশে ইন্টারনেট স্পিডের ওপর নির্ভর করবে। এ ছাড়া কিছু কিছু সময় টেকনিক্যাল সমস্যাও থাকে।

[মোবাইল অপারেটর (১) → আইপি কলিং অ্যাপ → মোবাইল অপারেটর (২) অর্থাৎ মোবাইল অপারেটর (১) → মোবাইল অপারেটর (২)] আইপি কলিং অ্যাপে কল ফরওয়ার্ডিং সুবিধা আছে, এই সুবিধাটি মোটেও ফ্রি নয়। আইপি কলিং অ্যাপে কল ফরওয়ার্ডিং চালু থাকলে ফরওয়ার্ড সিস্টেমটি উপরোক্ত নিয়মে কাজ করবে। এখানে আইপি কলিং অ্যাপের ওপর কোনও প্রভাব পড়বে না এবং টাকাও কাটবে না।

মোবাইল অপারেটর (১) থেকে কল করা হলে টাকা কাটবে, এটা সাধারণ বিষয়। তবে আইপি কলিং অ্যাপের কল ফরওয়ার্ড হয়ে মোবাইল অপারেটর (২) এ কল যাওয়ার পর যতক্ষন কথা বলা হবে, মোবাইল অপারেটর (২) এর কলরেট অনুযায়ী সেই পরিমাণ টাকা কাটা হবে। অর্থাৎ দুটো মোবাইল অপারেটর (১ এবং ২) থেকেই কলরেট অনুযায়ী টাকা কাটা হবে।

এ ছাড়া আইপি কলিং অ্যাপের কল ফরওয়ার্ড হয়ে মোবাইল অপারেটর (২) এ কল যাওয়ার পর সেখানে মোবাইল অপারেটর (১) এর নম্বর শো না করে আইপি কলিং অ্যাপের নম্বর শো করবে। মোবাইল অপারেটর (১) এর নম্বর দেখতে চাইলে আপনাকে আইপি কলিং অ্যাপের মিসড কল অপশনে যেতে হবে।

লেখক: ব্যবস্থাপনা সম্পাদক, কমপিউটার বিচিত্রা

সারাবাংলা/এনএল/এএসজি

আইপি কলিং অ্যাপ কল এবং এসএমএস-এর বিকল্প ‘আইপি কলিং অ্যাপ’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর