কাজের সময়, চার্জ দেয়ার সময়, ভিডিও চালানো বা ধারণ করার সময় কিংবা গেমিং বা ভারী কোনো অ্যাপ ব্যবহারের সময় মোবাইল ফোন গরম হয়ে যাচ্ছে।
অনেকের মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করলে খুবই গরম হয়ে যায়। ফোন ঠান্ডা করার জন্য কী করবেন?
আসুন এই রিপোর্টে তা জেনে নেয়া যাক …
ফোন কেন গরম হয় _
স্মার্টফোন গরম হওয়ার একটি কারণ হচ্ছে প্রসেসর গরম হয়ে যাওয়া। আপনারা হয়তো অনেকেই জানেন স্মার্টফোনের মূল অঙ্গ হচ্ছে প্রসেসর। প্রসেসর এমন একটি ডিভাইস, যা সবসময় কাজ করে। আপনি ফোন ব্যবহার করেন আর নাই করেন। ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন দিয়ে প্রসেসর তৈরি হয়। প্রসেসর স্মার্টফোনের বডির সাথে লাগানো থাকে, ফলে তাপ অনুভব হয়।
ফোন গরম হওয়ার আরেকটি কারণ হচ্ছে দুর্বল নেটওয়ার্ক। আপনার ফোনে যদি নেটওয়ার্ক দুর্বল থাকে তখন সিগন্যাল যায় আর আসে। আবার ওয়াইফাই ব্যবহারে সিগন্যালের জন্য অনেক বেগ পেতে হয়। দুর্বল নেটওয়ার্কের জন্য ফোনে বেশি চাপ পরে, ফলে স্মার্টফোন অত্যধিক গরম হয়।
আপনার ফোন কম দামি বলে বেশি গরম হয়, তা ঠিক নয়। স্বাভাবিকভাবে স্মার্টফোন ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। তবে স্ট্যান্ডবাই মোডেও যদি ফোনটি ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয় তবে বুঝবেন আপনার ফোনে সমস্যা আছে।
ফোন অতিরিক্ত গরম হওয়া রোধে করণীয় _
*সরাসরি সূর্যের আলো মোবাইল ফোনে পড়লে ফোনের তাপমাত্রা তাড়াতাড়ি বেড়ে যায়। ফলে যখন বাড়ির বাইরে থাকবেন চেষ্টা করতে হবে ফোন যেন ছায়ায় থাকে।
* অনেকেই অনেক সময় স্মার্টফোনের সঙ্গে অতিরিক্ত কভার বা কেসযুক্ত করে ব্যবহার করেন। এ ধরনের কেস ফোন থেকে বের হওয়া গরম আটকে রেখে ফোন বেশি গরম করে। ফোন যদি অতিরিক্ত গরম হয় তবে এ ধরনের কেস বা কভার সরিয়ে ফেলুন।
*ফোন কখনও কিছুর উপর রেখে চার্জ দিতে নেই। বালিশ, বিছানা বা নরম কোনও কিছুর উপর ফোন রেখে চার্জ দিলে তাপমাত্রা বেড়ে যায়। তাই সমতল ও ঠান্ডা জায়গায় মোবাইল ফোন চার্জ দেওয়া দরকার।
* মোবাইল ফোন বেশি গরম হয়ে গেলে স্মার্টফোনের স্ক্রিনটাইম কমানোর চেষ্টা করতে হবে। ফোনের স্ক্রিনের ব্রাইটনেস মোটেও অতিরিক্ত রাখা ভালো নয়, বরং তা কমিয়ে রাখা দরকার।
* সবসময় ওয়াইফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন। পাশাপাশি, সবসময় ডেটা চালু করে রাখা উচিত নয়।
* অনেকেই ফোনের সঙ্গে সারারাত চার্জার লাগিয়ে রাখেন। সারারাত চার্জ দেয়ার ফলে দীর্ঘমেয়াদে ব্যাটারির সক্ষমতার ওপর প্রভাব পড়ে এবং ফোন গরম হয়।
* একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের ফলে মোবাইল ফোন গরম হয়ে যায়। ফলে যখন যে অ্যাপ প্রয়োজন, সেই সময়ই সেটি খুলে বাকিগুলি বন্ধ রাখলে ফোন গরম হওয়া আটকানো যায়।
* অনেক সময় মোবাইল ফোন বেশি ব্যবহার করলে গরম হয়ে যায়। বেশিক্ষণ গেম খেললেও একই সমস্যা দেখা দেয়। তাই যখন মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে, সেই সময় তা ব্যবহার করা চলবে না।
* মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কেস খুলে দেওয়া উচিত। পাশাপাশি ফোনে এয়ারপ্লেন মোড অন করতে পারেন। ব্লুটুথ, ওয়াইফাই অপশন বন্ধ করে দিতে হবে।