Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ক্লিকেই অপ্রয়োজনীয় মেইল ডিলিট করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৪ জুলাই ২০২৫ ১৮:১৯

অফিসিয়াল কিংবা ব্যক্তিগত সব কাজেই বর্তমানে ইমেইল ব্যবহার বেশ নিরাপদ। এটি এখন আমাদের ডিজিটাল জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। জি-মেইলে দেখা যায় অপ্রয়োজনীয় মেইল এসে ভরে থাকে। অপ্রয়োজনীয় মেইলের ভিড়ে হারিয়ে যায় দরকারি মেইলগুলো।

এই সমস্যা থেকে মুক্তি পেতে অপ্রয়োজনীয় মেইলগুলো নিয়মিত ডিলিট করুন। তবে ই-মেইল ব্যবহারকারীদের আরেকটি বিষয় বিরক্ত করে এবং সেটি হলো এমন ওয়েবসাইট থেকে আসা অবাঞ্ছিত ই-মেইল যা তারা জেনেশুনে বা অজান্তে কোনও সময় সাবস্ক্রাইব করে ফেলেছেন। এই ধরনের ই-মেইলগুলো বন্ধ করার জন্য জি-মেইল ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার চালু করছে।

বিজ্ঞাপন

গুগল জানিয়েছে, জি-মেইল ব্যবহারকারীরা একটি নতুন ম্যানেজ সাবস্ক্রিপশন অপশন দেখতে পাবেন, যা উপরের বাম কোণ থেকে নেভিগেশন বারে ট্যাপ করে এবং ম্যানেজ সাবস্ক্রিপশন অপশনটি নির্বাচন করে অ্যাক্সেস করা যেতে পারে। এখানে, ব্যবহারকারীরা তাদের সবচেয়ে সক্রিয় সাবস্ক্রিপশনটি সর্বাধিক ঘন ঘন প্রেরকদের দ্বারা সাজানো দেখতে পাবেন, যার অর্থ হল, যে পরিষেবাগুলো ইউজারকে সর্বাধিক ই-মেইল পাঠিয়েছে সেগুলোই শীর্ষে তালিকাভুক্ত হবে।

অপ্রয়োজনীয় জি-মেইল ডিলিট করতে যা করতে হবে …

* প্রথমে ওয়েব ব্রাউজার খুলুন।

* তারপর জি-মেইল অ্যাকাউন্টে লগইন করুন।

* এবার আপনাকে রিফ্রেশ বোতামের সমান আপনার ইনবক্সের একদম উপরে একটি চেকবক্সে ক্লিক করতে হবে।

* এর সাহায্যে পেজের সব মেইল একই সঙ্গে মুছে ফেলা যাবে।

সারাবাংলা/এনএল/এএসজি

মেইল ডিলিট