Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফোনের ব্যাটারির স্থায়িত্ব বাড়ানোর উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ জুলাই ২০২৫ ১২:৩৭

সঠিক যত্নের অভাবে আপনার পছন্দের স্মার্টফোনের ব্যাটারির কর্মক্ষমতা অনেক কমে যেতে পারে। তাই স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে জেনে নিন সহজ কিছু কৌশল।

* ফুল চার্জ না দেয়া _

১০০% চার্জে দীর্ঘ সময় থাকা লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য ক্ষতিকর। তাই ফুল চার্জের পরিবর্তে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া উচিত। আমাদের মাঝে অনেকেই ১০০ শতাংশ চার্জ হওয়ার পরই আন-প্লাগ করেন। আবার অনেকে আছেন যারা সারা রাত ফোনে চার্জ দিয়ে থাকেন। এর দুটোই ঠিক নয়।

* অরিজিনাল চার্জার ও কেবল ব্যবহার করুন _

নকল বা কম মানের চার্জার ব্যবহার করলে ব্যাটারির অভ্যন্তরীণ ক্ষতি হতে পারে।

* ফোন গরম হলে ব্যবহার বন্ধ রাখুন _

বিজ্ঞাপন

অতিরিক্ত গরম হওয়া ব্যাটারির জন্য মারাত্মক ক্ষতিকর। ফোন গরম লাগলে কিছুক্ষণ বন্ধ রেখে ঠাণ্ডা করে নিন।

* প্রয়োজন ছাড়া লোকেশন বন্ধ রাখা _

যে অ্যাপগুলো ব্যবহার করছেন না তার লোকেশন বন্ধ করে দিলে ব্যাটারি খরচ বাঁচবে বলে মনে করেন টাইলার মর্গ্যান। তিনি জানিয়েছেন, সেটিংসে গিয়ে প্রাইভেসি> লোকেশন সার্ভিস অপশনে কোন কোন অ্যাপ নির্দিষ্ট সময়ে লোকেশন ব্যবহার করতে পারবে তা সিলেক্ট করতে পারেন।

* এক হাতে টেক্সটিং _

এক হাতে টেক্সটিং করলে বাঁচতে পারে ফোনের ব্যাটারি।

* আপডেট ও সেটিংস _

অটোমেটিক আপডেট, স্ক্রিন ব্রাইটনেস কম করে রাখা এবং ব্লুটুথ অফ রাখার মতো ছোট ছোট বিষয় মাথায় রাখলেও ব্যাটারি বাঁচাতে পারবেন। দ্রুত গতিতে ব্যাটারির চার্জ শেষ হবে না।

* অটো ব্রাইটনেস বন্ধ করে নিজে নিয়ন্ত্রণ করুন _

বেশি আলো স্ক্রিন ব্যাকলাইটে চাপ ফেলে, ফলে ব্যাটারি দ্রুত শেষ হয়। আলো প্রয়োজন অনুযায়ী নিজে কমিয়ে নিন।

* লাইভ ওয়ালপেপার বা অ্যানিমেটেড থিম এড়িয়ে চলুন _

এসব ফিচার ব্যাটারির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। তাই ফোনের আয়ু বাড়াতে এসব বিষয় এড়িয়ে চলুন।

* পাওয়ার ব্যাংক ব্যবহারেও সচেতনতা জরুরি _

সঠিক ভোল্টেজ ও ভালো মানের পাওয়ার ব্যাংক ব্যবহার করুন। অতিরিক্ত ভোল্টেজ ব্যাটারির ক্ষতি করতে পারে।

সারাবাংলা/এনএল/এএসজি

ফোনের ব্যাটারির স্থায়িত্ব