Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপনার পাসওয়ার্ড কি সুরক্ষিত?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ জুলাই ২০২৫ ১৫:২৯

আমাদের মাঝে অনেকেরই একটি পাসওয়ার্ড ব্যবহার করার অভ্যাস রয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) কিংবা লিংকডইনের মতো প্ল্যাটফর্মে একাধিক প্লাটফর্মে একাধিক পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা মনে করে অনেকেই আমরা একটাই পাসওয়ার্ড ব্যবহার করে থাকি।

আর এই একটি অভ্যাসই আপনাকে নিরাপত্তার ঝুঁকি ফেলে দেয় কয়েকগুণ। কারণ একটি পাসওয়ার্ড হ্যাক হলে হ্যাকারদের হাতে চলে যেতে পারে আপনার সব সোশ্যাল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ। একবার হ্যাকারদের কবলে পড়লে কেবল সোশ্যাল মিডিয়া নয়- ব্যক্তিগত, এমনকি আর্থিক তথ্যও হুমকির মুখে পড়ে।

যদি আপনার বিভিন্ন প্ল্যাটফর্মেই একই পাসওয়ার্ড থাকে তাহলে কীভাবে বুঝবেন আপনার পাসওয়ার্ড সুরক্ষিত আছে কি না? এখন কি তাহলে পাসওয়ার্ড সুরক্ষা নিয়ে ভাবছেন? হ্যাকারদের ফাঁদে পা দিয়েছেন কি না, তা জানিয়ে দেবে নিচের চারটি টুল।

বিজ্ঞাপন

আসুন জেনে নেই চারটি কার্যকর টুল, যা দিয়ে সহজেই জানতে পারবেন আপনার পাসওয়ার্ড ঝুঁকিতে আছে কি না।

হ্যাভ আই বিন পনড _

জনপ্রিয় এই প্ল্যাটফর্মে গিয়ে নিজের ই-মেইল আইডি দিলেই জেনে নেওয়া যায় আপনার অ্যাকাউন্টের কোনো তথ্য হাতানো হয়েছে কি না। পাশাপাশি নিজের বর্তমান পাসওয়ার্ড ব্যবহার না করেও দেখে নিতে পারবেন, কোন কোন পাসওয়ার্ড ইতোমধ্যেই ফাঁস হয়ে গেছে।

গুগল ক্রোমের পাসওয়ার্ড ম্যানেজার _

গুগল অ্যাকাউন্টে যেসব তথ্য সেভ রেখেছেন, তা সুরক্ষিত কি না এবং আপনার বর্তমান পাসওয়ার্ডটিও বিপদমুক্ত কি না জানিয়ে দেব এই প্ল্যাটফর্ম। আপনার যাবতীয় তথ্য পরীক্ষানিরীক্ষা করে কোনো সন্দেহজনক গতিবিধি দেখলে এই পাসওয়ার্ড ম্যানেজার নিজে থেকেই সতর্কবার্তা পাঠায়। এখানেই শেষ নয়, কোন পাসওয়ার্ড দুর্বল, কোনটি পুনর্ব্যবহার করা হচ্ছে, সেসবও জানান দেয় গুগল পাসওয়ার্ড ম্যানেজার। পাশাপাশি কী ধরনের পাসওয়ার্ড দিলে নিরাপদ থাকবে সোশ্যাল অ্যাকাউন্ট, সেই পরামর্শও দেয়।

মাইক্রোসফট এজ পাসওয়ার্ড মনিটর _

এটি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য আদর্শ প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেভ করে রাখা কোনো পাসওয়ার্ড যদি হ্যাকারদের খপ্পরে পড়ে থাকে তা জানিয়ে দেবে এই প্ল্যাটফর্ম।

গুগলের ডার্ক ওয়েব মনিটরিং টুল _

আপনার তথ্য ডার্ক ওয়েবে চলে গেছে কি না, তা জানার জন্য গুগলের ‘ডার্ক ওয়েব মনিটরিং’ টুল সবচেয়ে কার্যকর। ই-মেইল, পাসওয়ার্ড বা ফোন নম্বর যদি কোনো ফাঁস হওয়া ডেটাবেইসে পাওয়া যায়, তবে গুগল সরাসরি আপনাকে সতর্ক করবে। গুগল ওয়ান সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য ফিচারটি পূর্ণাঙ্গভাবে কাজ করে।

সারাবাংলা/এনএল/এএসজি

পাসওয়ার্ড পাসওয়ার্ড কি সুরক্ষিত?

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর