বর্তমান সময়ে আমাদের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। ঘুম ভাঙা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া অবধি সব সময় হাতে ফোন থাকে। যারা এমনভাবে নিজে ফোনকে ব্যবহার করছেন তারা মাঝে মাঝেই মোবাইল গরম হয়ে যাওয়ার সমস্যা সম্মুখীন হচ্ছেন।
কেননা কোনও জিনিস অতিরিক্ত ব্যবহার করলেই বাড়ে বিপদ। তেমনই অনেকের মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করলে খুবই গরম হয়ে যায়। ফোন ঠান্ডা করার জন্য কী করবেন?
আসুন জেনে নেই, নিজের শখের মোবাইল ফোনটি যদি গরম হয়ে যায়, তাহলে কি করবেন….
* সরাসরি সূর্যের আলো মোবাইল ফোনে পড়লে ফোনার তাপমাত্রা তাড়াতাড়ি বেড়ে যায়। ফলে যখন বাড়ির বাইরে থাকবেন চেষ্টা করতে হবে ফোন যেন ছায়ায় ঠান্ডাযুক্ত জায়গায় থাকে।
* ফোন কখনও কিছুর উপর রেখে চার্জ দিতে নেই। বালিশ, বিছানা বা নরম কোনওকিছুর উপর ফোন রেখে চার্জ দিলে তাপমাত্রা বেড়ে যায়। তাই সমতল ও ঠান্ডা জায়গায় মোবাইল ফোন চার্জ দেয়া উচিত।
* মোবাইল ফোন বেশি গরম হয়ে গেলে স্মার্টফোনের স্ক্রিনটাইম কমানোর চেষ্টা করতে হবে। ফোনের স্ক্রিনের ব্রাইটনেস মোটেও অতিরিক্ত রাখা ভালো নয়, বরং তা কমিয়ে রাখতে হবে।
* একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের ফলে মোবাইল ফোন গরম হয়ে যায়। ফলে যখন যে অ্যাপ প্রয়োজন, সেই সময়ই সেটি খুলে বাকিগুলি বন্ধ রাখলে ফোন গরম হওয়া আটকানো যায়।
* অনেক সময় মোবাইল ফোন বেশি ব্যবহার করলে গরম হয়ে যায়। বেশিক্ষণ গেম খেললেও একই সমস্যা দেখা দেয়। তাই যখন মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে, সেই সময় তা ব্যবহার করা চলবে না।
*মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কাভার খুলে রাখতে হবে। পাশাপাশি ফোনে এয়ারপ্লেন মোড অন করতে পারেন। ব্লুটুথ, ওয়াইফাই অপশন বন্ধ করে দিতে হবে।
গরমে মোবাইল গরম হলে কী করবেন?
তথ্যপ্রযুক্তি ডেক্স
১৯ জুলাই ২০২৫ ১৬:৫৩
১৯ জুলাই ২০২৫ ১৬:৫৩
সারাবাংলা/এনএল/এএসজি