আমাদের দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনে আমরা স্ক্রিনশট রেখে দেয়। কিন্তু এই স্ক্রিনশটই যে আপনাকে হ্যাকারের ফাঁদে ফেলছে- তা কী জানেন?
সম্প্রতি আন্তর্জাতিক প্রযুক্তি সাইট মেক ইউজ অব (এমইউও) সম্প্রতি একটি প্রতিবেদনে জানিয়েছে, ফোনের গ্যালারিতে থাকা অন্তত সাত ধরনের সাধারণ স্ক্রিনশট হ্যাকারদের জন্য তথ্য চুরির অনেক বড় উৎস হতে পারে। আপনার অজান্তেই ঘটতে পারে ব্যক্তিগত, আর্থিক ও পেশাগত তথ্য ফাঁসের মতো ঘটনা।
আসুন জানেন নেই, কী সব কারণ …
ব্যাংক অ্যাকাউন্টের স্ক্রিনশট _
ব্যাংকের লেনদেনের হিসাব মনে রাখার জন্য অনেকেই অ্যাকাউন্ট ব্যালেন্সের স্ক্রিনশট নিয়ে থাকেন। কিন্তু এতে ব্যালেন্স ছাড়াও অ্যাকাউন্টের অনেক তথ্য থেকে যায়। বিশেষ করে, ব্যাংকের লোগো, সম্প্রতি লেনদেনসহ গুরুত্বপূর্ণ তথ্য এ স্ক্রিনশটে থেকে যায়। হ্যাকারদের হাতে এ স্ক্রিনশট গেলে সে আপনার নামে ফিশিং বার্তা পাঠাতে বা অর্থ চুরি করতে পারে।
পাসওয়ার্ড বা লগইন স্ক্রিনশট _
অনেকেই ওয়াই-ফাই পাসওয়ার্ড, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন কোড বা কোনো লগইনের তথ্য স্ক্রিনশট নেয়ার অভ্যাস অনেকেরই। এগুলো গ্যালারিতে রাখা নিরাপদ নয়, কারণ গ্যালারি এনক্রিপ্ট করা থাকে না এবং অনেক অ্যাপ এসব ছবি অ্যাকসেস করতে পারে।
পরিচয়পত্র ও ভ্রমণ নথিপত্র _
পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা বোর্ডিং পাসের স্ক্রিনশট সংরক্ষণ করে রাখতে অনেকেই বেশ পছন্দ করেন। কিন্তু এসব স্ক্রিনশটে আপনার নাম, জন্মতারিখ, পরিচয় নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এ তথ্যগুলো চুরি হলে হ্যাকাররা আপনার পরিচয় খুব সহজেই ব্যবহার করতে পারেন।
ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট _
টেক্সট মেসেজ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট অনেকে সংরক্ষণ করেন। কিন্তু এতে ফোন নম্বর, ইউজারনেম বা ব্যক্তিগত আলোচনা থেকে যেতে পারে, যা ফাঁস হলে ভুলভাবে ব্যাখ্যা হওয়ার ঝুঁকি থাকে এবং তা ব্ল্যাকমেইল বা প্রতারণার হাতিয়ার হতে পারে।
চিকিৎসা সংক্রান্ত তথ্যাদি _
প্রেসক্রিপশন, টেস্ট রিপোর্ট বা হাসপাতালের বিলের স্ক্রিনশটে ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য থেকে যায়। এগুলো ফাঁস হলে শুধু গোপনীয়তা নষ্টই নয়, বরং প্রতারণা বা সামাজিক বিপদের শিকার হওয়ার আশঙ্কাও থাকে।
অনলাইন শপিং কনফার্মেশন বা ই-টিকিট _
অনলাইনে কেনাকাটা বা কোনো অনুষ্ঠানের ই-টিকিটের স্ক্রিনশটে কিউআর কোড বা বারকোড থাকে, যা কেউ স্ক্যান করে ব্যবহার করে ফেলতে পারে। অনেক সময় এগুলো অনলাইনে বিক্রিও করে দেয় চোরচক্র।
অফিসের নথিপত্রের স্ক্রিনশট _
কাজের ফাইল, ক্লায়েন্ট ডেটা বা প্রজেক্ট পরিকল্পনার স্ক্রিনশট যদি ফোনে থেকে যায় এবং তা ফাঁস হয়, শুধু চাকরি হারানোর ঝুঁকিই নয়, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্যও সাইবার জগতে ছড়িয়ে যেতে পারে।