Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘ সময় চার্জে লাগানো স্মার্টফোন! যে বিপদ ডেকে আনছেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২১ জুলাই ২০২৫ ১৫:৫৯

ফোন চার্জ করার পর চার্জার খুলে রাখেন না অনেকেই। দীর্ঘ সময় চার্জে লাগানো থাকে স্মার্টফোন। প্রশ্ন হলো-চার্জ সম্পূর্ণ হওয়ার পরও যদি ফোনে চার্জার লাগানো থাকে, তাহলে কী কোনো ক্ষতি হয়?

আসুন জেনে নেই, চার্জ হওয়ার পর চার্জার খুলে রাখাটা কতটা জরুরি।

ফোনে চার্জ ১০০% হলে কী হয়?

আধুনিক স্মার্টফোনগুলোতে স্মার্ট চার্জিং মেকানিজম থাকে। অর্থাৎ ফোনের ব্যাটারি ১০০% চার্জ হয়ে গেলে ফোন নিজেই চার্জ গ্রহণ বন্ধ করে দেয়।

তবে ব্যাটারি ৯৯% হয়ে গেলে আবার চার্জ নেওয়া শুরু করে-এভাবেই trickle charging বা on-off charging loop চলতে থাকে।

চার্জার না খুললে কী ক্ষতি হতে পারে?

* ব্যাটারির ওপর চাপ পড়ে
বারবার চার্জ অন-অফ হতে থাকলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে। এর ফলে দীর্ঘ মেয়াদে ব্যাটারির পারফরম্যান্স দুর্বল হয়।

বিজ্ঞাপন

* ফোন ও চার্জার অতিরিক্ত গরম হয়
প্লাগে লেগে থাকলে ফোন হালকা গরম হতে থাকে। আর গরম আবহাওয়ায় বা বেডের নিচে থাকলে ওভারহিটিং হয়ে বিপদ ঘটতে পারে।

* বিদ্যুৎ অপচয়
ফোন চার্জ না নিলেও চার্জার সকেটে লাগানো থাকলে বিদ্যুৎ খরচ হয়। এতে বিদ্যুতের অপচয় বাড়ে এবং মাস শেষে বিলও বেড়ে যেতে পারে।

* স্মার্ট চার্জারেও আগুন লাগার ঝুঁকি
বিশেষ করে যদি চার্জার পুরনো বা কম মানের হয়, তাহলে অতিরিক্ত সময় সকেটে লাগানো থাকলে শর্টসার্কিট বা আগুন লাগার সম্ভাবনা থাকে।

করণীয় কী?

ফোনে ‘Battery Full Alert’ অ্যাপ ব্যবহার করতে পারেন-যা ফুল চার্জ হলে নোটিফিকেশন দেয়।রাতে চার্জ দিয়ে ঘুমানোর বদলে দিনের বেলা চার্জ দেওয়া অভ্যাস গড়ুন। ভালো ব্র্যান্ডের চার্জার ও ক্যাবল ব্যবহার করুন। চার্জিং শেষ হলে চার্জার খুলে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।

সারাবাংলা/এনএল/এএসজি

দীর্ঘ সময় চার্জে লাগানো স্মার্টফোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর