Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎প্লে স্টোরে ক্ষতিকর অ্যাপ চেনার কিছু সহজ উপায়

‎তথ্যপ্রযুক্তি ডেক্স
২২ জুলাই ২০২৫ ১৮:১৮

‎গুগলের প্লে স্টোরে রয়েছে অসংখ্য অ্যাপ। যখন যা প্রয়োজন ডাউনলোড করে নিতে পারছেন। তবে এই প্লে স্টোরেও রয়েছে ক্ষতিকর অ্যাপ। যা একেবারে আসল অ্যাপের মতোই দেখতে। হ্যাকরা এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের বিভিন্ন ডাটা চুরি করে।

‎কিন্তু প্রশ্ন হচ্ছে লাখ লাখ অ্যাপের মধ্যে ক্ষতিকর বা ভুয়া অ্যাপ আপনি চিনবেন কীভাবে?

‎আসুন জেনে নেই, ক্ষতিকর বা ভুয়া অ্যাপ চেনার সহজ কিছু উপায় …

‎* নতুন অ্যাপ ডাউনলোড করার আগে দেখতে হবে, অ্যাপটির উৎস কী। অর্থাৎ ডেভেলপারের নাম, তৈরির সময়, কী কী ফিচার রয়েছে।

‎* অ্যাপের বিবরণ, বিশেষ করে ভাষা এবং বানানে যদি কোনো অসঙ্গতি বা ভুল থাকে, তাহলে সেটি একটি সতর্ক সঙ্কেত হতে পারে।

বিজ্ঞাপন

‎* ব্যবহারকারীরা কী মতামত দিচ্ছেন। অ্যাপের রিভিউ এবং রেটিংগুলো মনোযোগ দিয়ে পড়ুন। যদি অধিকাংশ রিভিউ নেতিবাচক হয় বা একই ধরনের ভাষা ব্যবহার করে লেখা হয়, তাহলে সেটি নকল বা ক্ষতিকারক অ্যাপ হতে পারে।

‎* অ্যাপটি ইনস্টল করার সময়ে যদি আপনার ফোনের অডিও, ভিডিও, ক্যামেরা, লোকেশন, ব্যক্তিগত তথ্যের অনুমতি চায়, ইনস্টল করবেন না।

‎সারাবাংলা/এনএল/এএসজি

‎প্লে স্টোরে ক্ষতিকর অ্যাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর