Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াটসঅ্যাপের ৩টি গোপন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৩ জুলাই ২০২৫ ২০:১২

বর্তমানে মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে সবচেয়ে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। কেননা ব্যবহারকারীদের সুবিধায় প্রতিনিয়ত নতুন নতুন বিভিন্ন ফিচার যুক্ত করে মেটার মালিকানাধীন এই অ্যাপ। তবে এর এমন অনেক ফিচার রয়েছে যা এখনও জানেন না ব্যবহারকারীরা। চলুন জানেন হোয়াটসঅ্যাপের ৩টি গোপন ফিচার।

* হোয়াটসঅ্যাপ চালু কারো চ্যাটে গেলেই নিচের দিকে দেখা যায় বেশ কয়েকটি আইকন। তার মধ্যে থাকে ক্যামেরা, ডকুমেন্ট ও মাইক্রোফোন। ওই মাইক্রোফোনে ক্লিক করলে পাঠানো যায় ভয়েস মেসেজ। কিন্তু কিবোর্ডে থাকে আরো একটি মাইক্রোফোন। সেটির ব্যবহার জানেন? সেটিংসে গিয়ে ভাষা পরিবর্তন করে নিয়ে ওই মাইক্রোফোন ক্লিক করে আপনি যা বলবেই সেটাই ওই ভাষায় টাইপ হয়ে স্ক্রিনে আসবে। ফলে আপনাকে আর পরিশ্রম করে টাইপ করতে হবে না।

বিজ্ঞাপন

* যেকোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপের কিবোর্ডই হয়ে উঠতে পারে স্ক্যানার? আপনি কাউকে কোনো লেখা পাঠাতে চাইছেন। এতদিন ছবি খাতায় লেখার ছবি তুলে পাঠাতেন। আর সেকাজ করবেন না। মেসেজে ট্যাপ করলেই পাবেন অটোফিল অপশন। তাতে ক্লিক করলেই কিবোর্ডটি হয়ে যাবে স্ক্য়ানার। ছবি তুলে যে লেখা পাঠাচ্ছিলেন, সেটা স্ক্য়ান করে পাঠিয়ে দিন।

* হোয়াটসঅ্যাপে রয়েছে মেসেজ ট্রান্সক্রিপ্ট অপশনও। এই ফিচার ব্যবহারে ভয়েস মেসেজ লিখিত আকারে দেখতে পাবেন। তাতে পথে ঘাটে মানুষের মাঝে থাকলে আর হেডফোন খুঁজে শুনতে হবে না। এটার জন্য প্রথমে যেতে হবে সেটিংসে। তারপর অন করতে হবে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট অপশন। এরপর পছন্দ করতে হবে ভাষা। যে কোনো ভয়েস মেসেজ লিখিত আকারে পেয়ে যাবেন স্ক্রিনে।

‎সারাবাংলা/এনএল/এএসজি

হোয়াটসঅ্যাপের ৩টি গোপন ফিচার